মদন মিত্রের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ CBI-এর
Last Updated:
#কলকাতা: কামারহাটির প্রাক্তন বিধায়ককে ফের তালাবন্দি করতে নতুন করে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই। মদন মিত্রের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আজই হাইকোর্টে মামলা করতে চলেছে সিবিআই। সেই মামলার জন্য আজ আইনি পদক্ষেপ শুরু করেছে সিবিআই। আলিপুর জেলা ও দায়রা আদালত থেকে সার্টিফায়েড কপি চেয়ে আজই আবেদন করতে চলেছে সিবিআই। নির্দেশের কপি হাতে পেলেই এদিনই হাইকোর্টে মামলা করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। শুক্রবারই জামিন পান মদন মিত্র। এর আগে হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দিলেও আলিপুর জেলা ও দায়রা আদালত তাঁর জামিন মঞ্জুর করে। মূলত তিনটি আপত্তি তুলে ধরেই প্রাক্তন মন্ত্রীর জামিনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবে সিবিআই।
আলিপুর আদালতের রায়কে চ্যালেঞ্জ করে, মদনের জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করতে চলেছে সিবিআই।
advertisement
সিবিআইয়ের দাবি, নির্বাচনে হেরে গেলেও মদন মিত্রকে ’কমনম্যান’ মানতে নারাজ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। হাইকোর্টের নির্দেশ বিবেচনা নিম্ন আদালতে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ সিবিআইয়ের। একইসঙ্গে মনোরঞ্জনা সিংয়ের জামিন নামঞ্জুর হওয়ার উদাহরণও তুলে ধরছে তারা।
advertisement
এর আগে CBI-এর আইনজীবী রাঘবাচারুলু জানিয়েছিলেন, ‘মদন মিত্র কমনম্যান নয়, দীর্ঘদিনের নেতা ও মন্ত্রী ৷ মদন মিত্রের উপস্থিতিটাই প্রভাব ফেলবে ৷ সাক্ষীদের প্রভাবিত করবে ৷ নিম্ন আদালতের রায়ে নানা অসঙ্গতি রয়েছে ৷ হাইকোর্টের নির্দেশও সেক্ষেত্রে প্রাধান্য পায়নি ৷ মদন মিত্রের জামিনের নির্দেশ আমরা মানছি না ৷ আমরা মঙ্গলবার জামিনের বিরোধিতা করে হাইকোর্টে আপিল জানাব ৷’
advertisement
এর আগে জামিন পেলেও, আট চল্লিশ ঘণ্টার মধ্যেই সাধের এসএসকেএম থেকে ফের জেলবন্দি হতে হয়েছিল মদন মিত্রকে। দ্বিতীয় দফার লড়াইয়ে তিনি জিতলেও, পাল্টা চাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। ইতিমধ্যেই জামিনের নির্দেশের কপি দিল্লিতে পাঠানো হয়েছে। সবুজ সংকেত মিললে ফের শুরু হবে মদন মিত্রকে ঘেরার আইনি লড়াই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2016 11:22 AM IST