এবিভিপির মিছিলের মুখ ‘রূপা-লকেট’

Last Updated:

JNU ইস্যুতে ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত সব দল ৷ কেন্দ্র থেকে রাজ্য সব দিকেই প্রতিফলিত একই ধরনের রাজনৈতিক চিত্র ৷ বুধবার কলকাতার বুকে দেখা গেল এরকমই চিত্র ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিছিলে দেশবিরোধী স্লোগানের প্রতিবাদে মিছিল। বিজেপির ছাত্র সংগঠনের ডাকা সেই মিছিলের মুখ রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়রাই। এবিভিপির মিছিলে সংগঠনের নেতা-কর্মীদের বদলে রূপা, লকেটরা কেন? উত্তর মিলল না। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেই রণে ভঙ্গ দিতে হল এবিভিপি সমর্থকদের। যদিও মিছিল থেকে বোতল ছোঁড়ার অভিযোগও উঠল ৷ লাঠি হাতে ঘুরলেন এবিভিপি সমর্থকরা ৷

#কলকাতা: JNU ইস্যুতে ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত সব দল ৷ কেন্দ্র থেকে রাজ্য সব দিকেই প্রতিফলিত একই ধরনের রাজনৈতিক চিত্র ৷ বুধবার কলকাতার বুকে দেখা গেল এরকমই চিত্র ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিছিলে দেশবিরোধী স্লোগানের প্রতিবাদে মিছিল। বিজেপির ছাত্র সংগঠনের ডাকা সেই মিছিলের মুখ  রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়রাই। এবিভিপির মিছিলে সংগঠনের নেতা-কর্মীদের বদলে রূপা, লকেটরা কেন? উত্তর মিলল না। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেই রণে ভঙ্গ দিতে হল এবিভিপি সমর্থকদের। যদিও মিছিল থেকে বোতল ছোঁড়ার অভিযোগও উঠল ৷ লাঠি হাতে ঘুরলেন এবিভিপি সমর্থকরা ৷
ছাত্র সংগঠনের ডাকা মিছিল। যাদবপুরে মিছিল থেকে দেশবিরোধী স্লোগানের প্রতিবাদে যে মিছিলের আয়োজন, তাতেও মুখ বিজেপি গ্ল্যামার গার্লরাই। কেন? উত্তর দিতে গিয়ে ঢোঁক গিলতে হল সংগঠনকে ৷
গোলপার্ক থেকে শুরু হয়ে ঢাকুরিয়া ব্রিজে পৌঁছয় মিছিল। তখন মিছিলের সামনে পরিচিত মুখ বলতে সেই লকেট চট্টোপাধ্যায়। রূপা গঙ্গোপাধ্যায় কোথায়? ব্রিজে ওঠার মুখে যোগ দিলেন রাজ্য বিজেপির পোস্টার গার্ল। এতক্ষণে যেন বাড়তি অক্সিজেন পেল মিছিল। ২৪০ বাসস্ট্যান্ড ছাড়াতেই শুরু হল পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। এবিভিপির মিছিল আটকাতে তখন রাস্তায় দু-পাশে সারি বেঁধে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা। দু-পক্ষের সংঘর্ষ আটকাতে ত্রি-স্তরীয় ব্যারিকেড পুলিশের। প্রথম ব্যারিকেড ভাঙার পর তখন রাস্তায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে এবিভিপি সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে বোতল।
advertisement
advertisement
রূপা, লকেটদের সামনেই সরকারি সরকারি সম্পত্তি ভাঙচুর হল। তবে তৃতীয় ব্যারিকেড ভাঙার আগেই মিছিলে দাঁড়ি টানেন রূপা-লকেটরা ৷ দেশবিরোধিতার প্রতিবাদে সরকারি সম্পত্তি ভাঙচুর কেন? দায় নিতে নারাজ বিজেপির প্রথম সারির নেত্রীরা ৷ দেশবিরোধীতার প্রতিবাদে ডাকা মিছিল ঘিরেও তাই অস্বস্তিই সঙ্গী বিজেপির।
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবিভিপির মিছিলের মুখ ‘রূপা-লকেট’
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement