এই মুহূর্তের সেরা দশটি খবর
Last Updated:
এই মুহূর্তের সেরা দশটি খবর
১. ব্রোঞ্জের বদলে রুপোর মেডেল ঝুলতে পারে কুস্তিগীর যোগেশ্বরের গলায়
রুপোর মেডেল ঝুলতে পারে যোগেশ্বরের গলায় ৷ কুস্তিগীর যোগেশ্বর দত্তের ব্রোঞ্জ বদলে যেতে পারে রুপোয় ৷ সৌজন্যে ৪ বারের বিশ্বজয়ী রাশিয়ান কুস্তিগীর কুদুকভ ৷
২. রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা এসএসকেএম হাসপাতালে
রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র এসএসকেএম হাসপাতাল ৷ চিকিৎসার গাফিলতির জন্য মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর পরিবারের সদস্যদের ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে ৷ মারধর করা হয়েছে জুনিয়র ডাক্তারদের ৷ প্রতিবাদে হরিশ মুখার্জী রোড অবরোধ ৷ পালটা মারধরের অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধেও ৷ রোগীর পরিবার-জুনিয়র ডাক্তার বচসা, হাতাহাতি ঘিরে চাঞ্চল্য ছড়ায় ৷
advertisement
advertisement
৩. কলেজের মধ্যেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে অধ্যাপককে হুমকি
ফের আক্রান্ত শিক্ষকরা ৷ কলেজের মধ্যে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অধ্যাপককে হুমকি ও মারধর করার অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। ঘটনা শান্তিপুর কলেজের ৷
৪. স্করপিনের নকশা ফাঁসে তদন্ত কমিটি গড়ল নৌসেনা
স্করপিন ডুবোজাহাজের নীলনকশা ফাঁসে উদ্বিগ্ন ভারতীয় নৌসেনা। এনিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্করপিন ক্লাসের ডুবোজাহাজ নির্মাণকারী ফরাসি সংস্থা ডিসিএনএস-কেও তদন্তের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা।
advertisement
৫. চারতারা হোটেলের পার্কিং থেকে চুরি অডি গাড়ি
শনিবার রাত ১০ নাগাদ রাজধানীর একটি চারতারা হোটেলের সিসিটিভিতে দেখা গেল এক ব্যক্তিকে পার্কিং লটের দিকে হেঁটে যেতে ৷ এর কয়েক মিনিট পর বিলাসবহুল একটি সাদা অডি Q7 গাড়ি চালিয়ে বেড়িয়ে যায় সে ৷ কিন্তু সমস্যা ছিল একটাই ৷ গাড়িটি তার ছিল না ৷
advertisement
৬. চোর সন্দেহে নাবালককে বেধড়ক মার, দেখুন ভিডিও
চোর সন্দেহে নাবালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল জিআরপি হেড কনস্টেবলের বিরুদ্ধে ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়ার রেল স্টেশনের ৷
৭. অন্ডালের শীতলপুরে কিশোরের মৃতদেহ উদ্ধার
মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল অন্ডালে ৷ মঙ্গলবার সকালে অণ্ডালের শীতলপুর এলকায় কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়l উখরা- হরিপুর রোডের শীতলপুর এলাকায় রাস্তা থেকে অনেকটা দূরে পৃথিবী ভূইয়া (১৬ ) নামে ওই মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় । বাবা কামদেব ভূইয়া ৷ মৃত কিশোর শীতলপুর ৬ নম্বর ভূইয়া পাড়ার বাসিন্দা ৷ বাবা পেশায় দিনমজুর ।
advertisement
৮. বন্ধ হয়ে গেল তিনটি ইস্পাত কারখানা, কর্মচ্যুত চারশোর বেশী শ্রমিক
আবার কারখানা বন্ধের ঘটনা ঘটল এরাজ্যে ৷ তিনটি বেসরকারি ইস্পাত কারখানার ভবিষ্যৎ এখন অন্ধকার ৷ কারণ দুর্গাপুরের বামুনাড়া শিল্পতালুকে তিনটি বেসরকারি ইস্পাত কারখানায় উত্পাদন বন্ধ করে দিল কারখানা কর্তৃপক্ষ l বিশ্ব বাজারে ইস্পাতের দামের সঙ্গে পাল্লা দিতে না পেরেই এই সিদ্ধান্ত কারখানা কর্তৃপক্ষগুলির l তাদের দাবি তাদের উত্পাদিত পন্যের মুল্য উত্পাদন খরচের থেকে বেশী হচ্ছে l ইস্পাতের মূল্য নিদ্ধারন হয় বিশ্ব বাজারের হিসাবে l ভারতের বাজারে বিদেশ থেকে সস্তার ইস্পাত আসায় প্রতিযোগিতায় পেরে উঠছে না এই কারখানাগুলি l এর জেরে কর্মহীন হয়ে পড়ে প্রায় চারশোর বেশী শ্রমিক l
advertisement
৯. পুরুলিয়ায় ডাইরিয়াতে আক্রান্ত শতাধিক
ডাইরিয়ায় আক্রান্ত প্রায় শতাধিক ৷ পুরুলিয়ার বলরামপুরের উরমা,কেঁদাডি,মাচানর্টাড় গ্রাম গুলিতে ডাইরিয়ায় আক্রান্ত প্রায় শতাধিক ৷
বেশ কিছুদিন ধরে এই গ্রামগুলিতে ডাইরিয়ার সক্রামনে ভুগছে গ্রামের মানুষরা । সোমবার বড় উরমা গ্রামের একাদশ শ্রেনীর এক ছাত্রীর মৃত্যু হয়। পরিবারের দাবি ডাইরিয়ার কারনেই মৃত্যু হয় তার । ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷ গ্রামগুলিতে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় হয়রানির মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের ৷ তবে এখনও পর্যন্ত গ্রাম গুলিতে কোন স্বাস্থ দপ্তরের প্রতিনিধি দল পৌঁছায়নি বলে অভিযোগ।
advertisement
১০. নিজের বাড়িতেই চুরি, গ্রেফতার বাগুইআটির অলোক সাহা
নিজের বাড়িতেই চুরি ৷ গ্রেফতার বাগুইআটির অলোক সাহা ৷ বউদির কাছে টাকা চান অলোক ৷ না দেওয়ায় বউদির ঘরের আলমারি ভাঙেন ৷ লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি ৷ নিজেই থানায় ফোন করে চুরির অভিযোগ দায়ের করেন ৷ পরে সন্দেহ হওয়ায় গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশি জেরায় চুরির অভিযোগ স্বীকার ধৃতের ৷ বাগুইআটির আদর্শপল্লির ঘটনা ৷ আজ বারাসত আদালতে পেশ ধৃতকে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2016 10:56 AM IST