বঙ্গ ক্রিকেটে সৌরভের ভাবনায় অজি মডেল
Last Updated:
সিএবিতে প্রেসিডেন্ট সৌরভের পরিকল্পনায় অজি মডেলের ছায়া। এখন থেকে স্থানীয় ক্রিকেটের সব ম্যাচে স্পটারের বাড়তি দায়িত্ব পালন করবেন বাংলা অধিনায়ক। সোমবারই সিএবিতে মনোজ তিওয়ারিকে ডেকে পাঠান সৌরভ। জেসি মুখোপাধ্যায় ট্রফি থেকেই শুরু হচ্ছে মনোজের নতুন অ্যাসাইনমেন্ট। বিভিন্ন মাঠ ঘুরে, ম্যাচ দেখে সরাসরি উঠতি প্রতিভা নিয়ে মতামত দিতে পারবেন অধিনায়ক। অবজারভারদের রির্পোটের পাশাপাশি যা গুরুত্ব পাবে বাংলার দল নির্বাচনী বৈঠকে।
#কলকাতা: সিএবিতে প্রেসিডেন্ট সৌরভের পরিকল্পনায় অজি মডেলের ছায়া। এখন থেকে স্থানীয় ক্রিকেটের সব ম্যাচে স্পটারের বাড়তি দায়িত্ব পালন করবেন বাংলা অধিনায়ক। সোমবারই সিএবিতে মনোজ তিওয়ারিকে ডেকে পাঠান সৌরভ। জেসি মুখোপাধ্যায় ট্রফি থেকেই শুরু হচ্ছে মনোজের নতুন অ্যাসাইনমেন্ট। বিভিন্ন মাঠ ঘুরে, ম্যাচ দেখে সরাসরি উঠতি প্রতিভা নিয়ে মতামত দিতে পারবেন অধিনায়ক। অবজারভারদের এই রির্পোট গুরুত্ব পাবে বাংলার দল নির্বাচনী বৈঠকে।
বিকেলে সিএবিতে সৌরভ-মনোজ বৈঠকে আলোচনা হয় বিজয় হাজারেতে বাংলার ব্যর্থতা নিয়েও। সিনিয়রদের অ্যাপ্লিকেশনের অভাবের কথা বৈঠকে মেনেও নেন মনোজ। তবে ব্যর্থতা নিয়ে বেশি কাটাছেঁড়া না করে অধিনায়ককে প্রেসিডেন্টের পরামর্শ- ‘রঞ্জি নকআউটে বাউন্স ব্যাক করো।’ সঙ্গে আব্দার, ট্রফি চাই। এদিকে সিএবি সূত্রে খবর, ২৭ ডিসেম্বর মুস্তাক আলি টি-টোয়েন্টি-র দল বাছা হতে পারে। তবে ইডেনের ব্র্যান্ডিং টেন্ডার নিয়ে নিয়মের জটিলতা পুরোপুরি না কাটা পর্যন্ত কাগজে বিজ্ঞাপন দিতে পারছে না সিএবি।
advertisement
এখন থেকে স্থানীয় ক্রিকেটের সব ম্যাচে মাঠে থাকবে একইধরণের স্কোরবোর্ড। এদিকে, বোর্ডের তরফে নতুন হলফনামা পাঠানো হয়েছে সিএবিতে। স্বার্থের সংঘাত এড়াতে বোর্ডের সাব কমিটিতে থাকা সব সদস্যকেই এবার দিতে হবে হলফনামা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2015 11:04 AM IST