‘ভয়-ভুখ-ভ্রষ্টাচার’ স্লোগানে অমিত শাহের ভোট প্রার্থনা
Last Updated:
স্টিং বিতর্ক থেকে সারদাকাণ্ড। রাজ্যে ভোট প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে চাচাছোঁলা ভাষায় আক্রমণ শানালেন অমিত শাহ। একইসঙ্গে বাম-কংগ্রেস জোটকেও কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শুধুমাত্র বিজেপির হাত ধরেই বাংলায় উন্নয়ন হবে এই স্লোগান তুলে এ রাজ্যের মানুষের কাছে ভোট চাইলেন অমিত শাহ।
#কলকাতা: স্টিং বিতর্ক থেকে সারদাকাণ্ড। রাজ্যে ভোট প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে চাচাছোঁলা ভাষায় আক্রমণ শানালেন অমিত শাহ। একইসঙ্গে বাম-কংগ্রেস জোটকেও কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শুধুমাত্র বিজেপির হাত ধরেই বাংলায় উন্নয়ন হবে এই স্লোগান তুলে এ রাজ্যের মানুষের কাছে ভোট চাইলেন অমিত শাহ।
মঙ্গলবার ‘মিট দ্য প্রেস’-এ বিজেপি সভাপতি সোমবারের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ করেন, ‘রাহুল সিনহাকে ফাঁসানো হয়েছে।’ এ ব্যাপারে অমিত শাহ তোপ দাগেন কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে। অমিত শাহ এদিন বলেন, ‘পুলিশকে স্টিং-এ নামানো হয়েছে ৷ নারদকাণ্ডের বদলা নিতেই রাহুল সিনহার কাছে পাঠানো হয় ৷ উপরতলার মদত ছাড়া এসব সম্ভব নয় ৷ এখন বহিষ্কারের নাটক হচ্ছে ৷’
advertisement
নারদা থেকে সারদা। দুর্নীতি, আইন-শৃঙ্খলা, অনুপ্রবেশকে হাতিয়ার করে রাজ্যে ভোট প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ। তাঁর মতে, মমতা সরকারের আমলে কোনও শিল্প তো হয়নি, উপরোন্ত সমাজবিরোধী কার্যকলাপ বেড়ে গিয়েছে ৷ যেখানে সেখানে গজিয়ে উঠেছে বোম তৈরির কারখানা ৷ সিবিআই-এর হাতে থাকা সারদা তদন্তে, দীর্ঘসূত্রিতার জন্য রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুললেন অমিত শাহ। তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ করলেন বিজেপি সভাপতি। অন্যদিকে, এরাজ্যে বাম-কংগ্রেস জোটকেও এক হাত নিতে ছাড়েননি অমিত শাহ ৷ বাম-কংগ্রেস সমঝোতাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কেরলে কুস্তি, বাংলায় দোস্তি ৷ এটা কি নীতির ভিত্তিতে রাজনীতি হচ্ছে নাকি ক্ষমতার লোভে রাজনীতি হচ্ছে?’ ভয়-ভুখ-ভ্রষ্টাচার। এই স্লোগান তুলে বাংলায় সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটের আবেদন করলেন অমিত শাহ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 29, 2016 4:02 PM IST