‘ভয়-ভুখ-ভ্রষ্টাচার’ স্লোগানে অমিত শাহের ভোট প্রার্থনা

Last Updated:

স্টিং বিতর্ক থেকে সারদাকাণ্ড। রাজ্যে ভোট প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে চাচাছোঁলা ভাষায় আক্রমণ শানালেন অমিত শাহ। একইসঙ্গে বাম-কংগ্রেস জোটকেও কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শুধুমাত্র বিজেপির হাত ধরেই বাংলায় উন্নয়ন হবে এই স্লোগান তুলে এ রাজ্যের মানুষের কাছে ভোট চাইলেন অমিত শাহ।

#কলকাতা:  স্টিং বিতর্ক থেকে সারদাকাণ্ড। রাজ্যে ভোট প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে চাচাছোঁলা ভাষায় আক্রমণ শানালেন অমিত শাহ। একইসঙ্গে বাম-কংগ্রেস জোটকেও কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শুধুমাত্র বিজেপির হাত ধরেই বাংলায় উন্নয়ন হবে এই স্লোগান তুলে এ রাজ্যের মানুষের কাছে ভোট চাইলেন অমিত শাহ।
মঙ্গলবার ‘মিট দ্য প্রেস’-এ বিজেপি সভাপতি সোমবারের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ করেন, ‘রাহুল সিনহাকে ফাঁসানো হয়েছে।’ এ ব্যাপারে অমিত শাহ তোপ দাগেন কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে। অমিত শাহ এদিন বলেন, ‘পুলিশকে স্টিং-এ নামানো হয়েছে ৷ নারদকাণ্ডের বদলা নিতেই রাহুল সিনহার কাছে পাঠানো হয় ৷ উপরতলার মদত ছাড়া এসব সম্ভব নয় ৷ এখন বহিষ্কারের নাটক হচ্ছে ৷’
advertisement
নারদা থেকে সারদা। দুর্নীতি, আইন-শৃঙ্খলা, অনুপ্রবেশকে হাতিয়ার করে রাজ্যে ভোট প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ। তাঁর মতে, মমতা সরকারের আমলে কোনও শিল্প তো হয়নি, উপরোন্ত সমাজবিরোধী কার্যকলাপ বেড়ে গিয়েছে ৷ যেখানে সেখানে গজিয়ে উঠেছে বোম তৈরির কারখানা ৷ সিবিআই-এর হাতে থাকা সারদা তদন্তে, দীর্ঘসূত্রিতার জন্য রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুললেন অমিত শাহ। তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ করলেন বিজেপি সভাপতি। অন্যদিকে, এরাজ্যে বাম-কংগ্রেস জোটকেও এক হাত নিতে ছাড়েননি অমিত শাহ ৷ বাম-কংগ্রেস সমঝোতাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কেরলে কুস্তি, বাংলায় দোস্তি ৷ এটা কি নীতির ভিত্তিতে রাজনীতি হচ্ছে নাকি ক্ষমতার লোভে রাজনীতি হচ্ছে?’ ভয়-ভুখ-ভ্রষ্টাচার। এই স্লোগান তুলে বাংলায় সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটের আবেদন করলেন অমিত শাহ।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘ভয়-ভুখ-ভ্রষ্টাচার’ স্লোগানে অমিত শাহের ভোট প্রার্থনা
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement