#কলকাতা: ফের কলকাতার মাথায় ঘনিয়েছে সঙ্কট ৷ যে কোনও মুহূর্তে আবারও ব্যস্ত রাস্তায় কলকাতার মাথার উপর নেমে আসতে পারে আস্ত উড়ালপুল ৷ আবারও ফিরে আসতে পারে ৩১ মার্চ, ২০১৬-এর স্মৃতি ৷ নির্মাণ সংস্থার ত্রুটি ও প্রশাসনের নজরদারির অভাবে পোস্তার নির্মীয়মান উড়ালপুল ভেঙে মৃত্যু হয় ২৭ জন নিরীহ মানুষের ৷ আহতের সংখ্যা ছিল ৮৯ ৷
সেই দুঃস্বপ্নের স্মৃতি জাগিয়ে তুলল সুকান্ত সেতুর বিপজ্জনক অবস্থা ৷ বৃষ্টিতে প্রবল ক্ষতিগ্রস্থ হয়েছে যাদবপুরের সুকান্ত সেতু ৷ খালি চোখেই দেখা যাচ্ছে কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে এই সেতু ৷ এই উড়ালপুলের বেশ কিছু জয়েন্ট ক্ষয়ে গিয়েছে ৷ এমনকী এক জায়গায় দুটি জয়েন্টের মাঝে তৈরি হয়েছে ফাঁক ৷
এছাড়াও সেতুর উপরের অংশে গার্ডার ঢিলে হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷ শুধু এক জায়গায় নয় সেতুর বেশ অনেক জায়গাতেই ক্ষতিগ্রস্থ গার্ডার ৷ এর ফলে যাদবপুরের এই গুরুত্বপূর্ণ উড়ালপুলটি ভেঙে পড়ার আশঙ্কা অমূলক নয় বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের ৷
শুধু সুকান্ত সেতুই নয় কলকাতার অনেক উড়ালপুলেরই রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্ন দশা ৷ বিবেকানন্দ উড়ালপুল দুর্ঘটনার পর পুরসভার পক্ষ থেকে সব সেতুগুলিকে পরীক্ষা করে দেখার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে উদ্যোগও চাপা পড়ে গিয়েছে ৷
যাদবপুর থেকে সুলেখার দিকে যেতে প্রতিদিন এই সুকান্ত সেতু ব্যবহার করেন বহু মানুষ ৷ পোস্তার বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার স্মৃতি এখনও জনমানসে টাটকা ৷ তাই সুকান্ত সেতুর এমন বিপজ্জনক অবস্থা দেখে আতঙ্কে সাধারণ মানুষ ও গাড়িচালকরা ৷ কে জানে আবার কবে মাথায় আকাশ ভেঙে পড়ে !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Dangerous Situation, ETV News Bangla, Kolkata, Posta Flyover Collapse, Sukanta Setu, Vivekananda Flyover