কলকাতায় আবারও মাথার উপর ভেঙে পড়তে পারে উড়ালপুল

ফের কলকাতার মাথায় ঘনিয়েছে সঙ্কট ৷ যে কোনও মুহূর্তে আবারও ব্যস্ত রাস্তায় কলকাতার মাথার উপর নেমে আসতে পারে আস্ত উড়ালপুল ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ফের কলকাতার মাথায় ঘনিয়েছে সঙ্কট ৷ যে কোনও মুহূর্তে আবারও ব্যস্ত রাস্তায় কলকাতার মাথার উপর নেমে আসতে পারে আস্ত উড়ালপুল ৷ আবারও ফিরে আসতে পারে ৩১ মার্চ, ২০১৬-এর স্মৃতি ৷ নির্মাণ সংস্থার ত্রুটি ও প্রশাসনের নজরদারির অভাবে পোস্তার নির্মীয়মান উড়ালপুল ভেঙে মৃত্যু হয় ২৭ জন নিরীহ মানুষের ৷ আহতের সংখ্যা ছিল ৮৯ ৷

    সেই দুঃস্বপ্নের স্মৃতি জাগিয়ে তুলল সুকান্ত সেতুর বিপজ্জনক অবস্থা ৷ বৃষ্টিতে প্রবল ক্ষতিগ্রস্থ হয়েছে যাদবপুরের সুকান্ত সেতু ৷ খালি চোখেই দেখা যাচ্ছে কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে এই সেতু ৷ এই উড়ালপুলের বেশ কিছু জয়েন্ট ক্ষয়ে গিয়েছে ৷ এমনকী এক জায়গায় দুটি জয়েন্টের মাঝে তৈরি হয়েছে ফাঁক ৷

    এছাড়াও সেতুর উপরের অংশে গার্ডার ঢিলে হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷ শুধু এক জায়গায় নয় সেতুর বেশ অনেক জায়গাতেই ক্ষতিগ্রস্থ গার্ডার ৷ এর ফলে যাদবপুরের এই গুরুত্বপূর্ণ উড়ালপুলটি ভেঙে পড়ার আশঙ্কা অমূলক নয় বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের ৷

    ২০০৯ সালে শুরু হয়েছিল বিবেকানন্দ উড়ালপুল তৈরির কাজ। প্রথম থেকেই প্রযুক্তিগত জটিলতায় বারবার আটকে গিয়েছে হাওড়া থেকে বিবেকানন্দ রোডের সংযোগকারী এই ফ্লাইওভারের কাজ । প্রযুক্তিগত জটিলতা কাটাতে নকশায় বদল আনার পরিবর্তে জোড়াতালি দিয়ে কাজ চালাতে গিয়েই ঘটে গেল বৃহস্পতিবারের ভয়াবহ দুর্ঘটনা। বিবেকানন্দ রোড উড়ালপুল দুর্ঘটনার বিশ্লেষণে নেমে এমন তথ্যই সামনে উঠে আসছে।

    শুধু সুকান্ত সেতুই নয় কলকাতার অনেক উড়ালপুলেরই রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্ন দশা ৷ বিবেকানন্দ উড়ালপুল দুর্ঘটনার পর পুরসভার পক্ষ থেকে সব সেতুগুলিকে পরীক্ষা করে দেখার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে উদ্যোগও চাপা পড়ে গিয়েছে ৷

    যাদবপুর থেকে সুলেখার দিকে যেতে প্রতিদিন এই সুকান্ত সেতু ব্যবহার করেন বহু মানুষ ৷ পোস্তার বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার স্মৃতি এখনও জনমানসে টাটকা ৷ তাই সুকান্ত সেতুর এমন বিপজ্জনক অবস্থা দেখে আতঙ্কে সাধারণ মানুষ ও গাড়িচালকরা ৷ কে জানে আবার কবে মাথায় আকাশ ভেঙে পড়ে !

    আরও পড়ুন

    পড়ুন, কেন ভাঙল বিবেকানন্দ উড়ালপুল!

    First published:

    Tags: Bengali News, Dangerous Situation, ETV News Bangla, Kolkata, Posta Flyover Collapse, Sukanta Setu, Vivekananda Flyover