কলকাতা বইমেলার উদ্বোধন, এ বছর চল্লিশে পা

Last Updated:

শুরু হচ্ছে আন্তার্জাতিক কলকাতা বইমেলা ৷ এ বছর বইমেলা পা দিতে চলেছে ৪০ বছরে ৷ সোমবার সন্ধে নাগাদ মিলন মেলা প্রাঙ্গণে কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন বলিভিয়ার সাহিত্যিক ম্যাগেলা বাওদোইন ৷

#কলকাতা: শুরু হচ্ছে আন্তার্জাতিক কলকাতা বইমেলা ৷ এ বছর বইমেলা পা দিতে চলেছে ৪০ বছরে ৷ সোমবার সন্ধে নাগাদ মিলন মেলা প্রাঙ্গণে কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন বলিভিয়ার সাহিত্যিক ম্যাগেলা বাওদোইন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ৷ তিনি এখন উত্তরবঙ্গ সফরে ৷ শিলিগুড়ি থেকে সোমবার দুপুরেই কলকাতা ফেরার কথা ৷ তবে আবহাওয়া খারাপ থাকায় বার বারই বাতিল হচ্ছে বাগডোগরা থেকে কলকাতার ফ্লাইট ৷ কলকাতায় তিনি আসতে না পারলেও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরবঙ্গ থেকেই উদ্বোধনী ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী৷
সোমবার বইমেলার উদ্বোধন হলেও, পুরদমে মেলা জমে উঠবে বুধবার থেকেই ৷ মেলা চলবে ৭ ফেব্রুয়ারি অবধি৷ এবছরে বইমেলার অতিথি দেশ বলিভিয়া ৷ তবে শুধু বই-ই নয়, মেলার আর্কষণ বাড়াতে থাকছে ফ্রান্সের সার্কাসও ৷ এবার বইমেলায় অতিথি দেশ, ভিয়েতনাম। বইমেলায় গত উনচল্লিশ বছরের ইতিহাসের বিশেষ মুহুর্তগুলি তুলে ধরতে তৈরি করা হয়েছে হেরিটেজ ওয়াক। এজন্য মেলার মাঝখানে থাকছে হেরিটেজ পথ। যেখানে রাখা থাকবে বইমেলার কিছু ঐতিহ্যময় ছবি। যা নস্ট্যালজিক করে তুলবে শহরের বইপ্রেমিদের ৷ এবারের বইমেলার মঞ্চে নোবেল জয়ী গুন্টার গ্রাস ও আর কে লক্ষ্মণকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে ৷ ২ ফেব্রুয়ারিতে বইমেলা প্রাঙ্গণে পালন বাংলাদেশ দিবসও ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা বইমেলার উদ্বোধন, এ বছর চল্লিশে পা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement