বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের
Last Updated:
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা দিয়েছে আবহাওয়া দফতর।
#কলকাতা: গরমের হাঁসফাঁস থেকে রেহাই মিলছে না শহরবাসীর। ঠাঠা রোদে পুড়ছে রাজ্য। সেইসঙ্গে গরম শুকনো হলকায় প্রাণ ওষ্ঠাগত মানুষের। বরুণদেবের দেখা নেই। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এল আবহাওয়া দফতর ৷
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরের জেলাগুলোয় আগামী দিন ক’য়েক হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকেলে মহানগরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির কাছাকাছি ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
অন্যদিকে, আগামী তিন দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
advertisement
advertisement
আবাহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ওড়িশায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তরপ্রদেশে ৷ তার জেরেই জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে ৷ জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের নদিয়া,মুর্শিদাবাদ,বীরভূম,উত্তর ২৪ পরগনা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ মহানগর কলকাতাতেও হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা ৷
তবে এখনও বৃষ্টির দেখা না মিললেও চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টিরই ভবিষ্যতবাণী করেছে দিল্লির মৌসম ভবন৷
advertisement
কোথাও তাপপ্রবাহের সতর্কতা, কোথাও আবার বৃষ্টি। রীতিমতো খামখেয়াল আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা তৈরি হতেই এক ধাক্কায় অনেকটাই নেমে গেছে পারদ। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা দিলেও, এখনই তার সম্ভাবনা অনেকটাই কম। হাঁফ ছেড়ে বেঁচেছেন । তবে প্রকৃতির খামখেয়ালিপনায় ভরসা রাখতে পারছেন না কেউই। বৈশাখ জৈষ্ঠ্যের বাকি সময়ে প্রকৃতি এখন কি ভেলকি দেখায় তার দিকেই তাকিয়ে সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 20, 2017 10:16 AM IST