আগামী ২৪ ঘন্টায় শক্তি বাড়াবে নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
Last Updated:
সপ্তাহের শুরুতেই প্রবল বৃষ্টির মুখে পড়ল কলকাতা ৷ তবে এখনই ইতি নেই এই বৃষ্টির ৷
#কলকাতা: সপ্তাহের শুরুতেই প্রবল বৃষ্টির মুখে পড়ল কলকাতা ৷ তবে এখনই ইতি নেই এই বৃষ্টির ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় শক্তি বাড়াবে নিম্নচাপ। আগামী ৪৮ ঘন্টা বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণ বঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা দুই মেদিনীপুর হাওড়া ও ঝাড়গ্রামে দু’একপশলা ভারীবৃষ্টি। ওড়িশায় বেশী বৃষ্টি হবে। ১৫ অগাস্টেও বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় উত্তরের পাঁচ জেলায় বৃষ্টি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 13, 2018 5:06 PM IST