নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া দেখে নিন...
Last Updated:
দক্ষিণবঙ্গের পরিস্থিতি উন্নত হলেও উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি ৷ ঘূর্ণাবর্তটি বিহার-উত্তরপ্রদেশে অবস্থান করছে ৷ সেখানেই আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে ৷
#কলকাতা: দক্ষিণবঙ্গের পরিস্থিতি উন্নত হলেও উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি ৷ ঘূর্ণাবর্তটি বিহার-উত্তরপ্রদেশে অবস্থান করছে ৷ সেখানেই আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে ৷ ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ তৈরির হয়েছে ৷ এর জেরে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ৷ বিহারেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ মৌসুমি অক্ষরেখা পঞ্জাব থেকে বিস্তৃত ৷ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা ৷ আসানসোল, কলকাতার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা ৷ এর জেরে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ৷ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি ৷ আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে ৷
বৃষ্টির পাশাপাশি আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে। রবিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কলকাতায় ৷ এর জেরে জলমগ্ন বিভিন্ন এলাকা ৷ আরও বেশ কয়েকদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2018 9:38 AM IST