Home /News /kolkata /
নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া দেখে নিন...

নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া দেখে নিন...

File Photo

File Photo

দক্ষিণবঙ্গের পরিস্থিতি উন্নত হলেও উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি ৷ ঘূর্ণাবর্তটি বিহার-উত্তরপ্রদেশে অবস্থান করছে ৷ সেখানেই আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে ৷

 • Share this:

  #কলকাতা: দক্ষিণবঙ্গের পরিস্থিতি উন্নত হলেও উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি ৷ ঘূর্ণাবর্তটি বিহার-উত্তরপ্রদেশে অবস্থান করছে ৷ সেখানেই আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে ৷ ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ তৈরির হয়েছে ৷ এর জেরে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ৷ বিহারেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ মৌসুমি অক্ষরেখা পঞ্জাব থেকে বিস্তৃত ৷ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা ৷ আসানসোল, কলকাতার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা ৷ এর জেরে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ৷ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি ৷ আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে ৷

  আরও পড়ুন: টেটের জল এবার গড়াচ্ছে সুপ্রিম কোর্টে, অনিশ্চিত লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ

  বৃষ্টির পাশাপাশি আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে। রবিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কলকাতায় ৷ এর জেরে জলমগ্ন বিভিন্ন এলাকা ৷ আরও বেশ কয়েকদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

  আরও পড়ুন: গুরুতর অসুস্থ নওয়াজ শরিফ, ভর্তি করা হল হাসপাতালে

  First published:

  Tags: Kolkata Weather Forecast, Weather Updates

  পরবর্তী খবর