ভোর থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা
Last Updated:
আজ ফের রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া ৷
#মালদহ: আজ ফের রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া ৷ এদিন সকাল থেকেই মালদহে শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টি ৷ মালদহে দফায় দফায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির জেরে মালদহে নামল তাপমাত্রার পারদ ৷ ধূপগুড়ি সহ ডুয়ার্সের বেশকিছু এলাকা বিদ্যুৎহীন ৷ ধূপগুড়ি-ফালাকাটা ৩১ নং জাতীয় সড়কে জল জমায় সমস্যায় পথচারীরা ৷
হাওয়া অফিস জানিয়েছে, বাকি জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
কলকাতায় আজও ঝড়-বৃষ্টি ৷ জোড়া ঘূর্ণাবর্তে ঢুকছে জলীয় বাষ্প ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত ৷ ওড়িশা সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত ৷ ঘূর্ণাবর্তের জেরেই বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2018 9:23 AM IST