Kolkata University: দুদিন আগেই ভেঙে ছিল হস্টেলের লোহার বিম, এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেই বিরাট অঘটন

Last Updated:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেরআশুতোষ বিল্ডিংয়ের বাইরের অংশের চাঙর ভেঙে পড়ে দুপুর তিনটে ২৫ নাগাদ। সেই সময় বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী ও অন্যান্য কর্মীরা সেখান দিয়ে যাতায়াত করছিল। অল্পের জন্য রক্ষা পেয়েছে পড়ুয়ারা।

News18
News18
কলকাতা: হস্টেলের পর এবার মূল ক্যাম্পাস। সোমবার দুপুরে আচমকা ভেঙে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের একটি অংশ। তিন দিনের মাথায় পরপর দুর্ঘটনার জন্য রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করছে পড়ুয়ারা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেরআশুতোষ বিল্ডিংয়ের বাইরের অংশের চাঙর ভেঙে পড়ে
দুপুর তিনটে ২৫ নাগাদ। সেই সময় বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী ও অন্যান্য কর্মীরা সেখান দিয়ে যাতায়াত করছিল। অল্পের জন্য রক্ষা পেয়েছে পড়ুয়ারা। আজই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হেদুয়া পার্কের কাছে বিডন স্ট্রিটের হোস্টেলের ঘরের চাঙ্গর ভাঙ্গার জন্য ফ্যাট ফাইন্ডিং কমিটি গঠন করেছে। আর সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে ভেঙে পড়ল একটি অংশ। রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করছে পড়ুয়ারা।
advertisement
advertisement
দুদিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিডন স্ট্রিটের গার্লস হস্টেলের চাঙর ও লোহার বিম ভেঙে পড়ে। কোনও আহতের খবর না থাকলেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ছাত্রীরা। হস্টেল খালি করছে কর্তৃপক্ষ। হেদুয়া পার্কের ছাত্রীদের হস্টেলের ছাদ ভেঙে পড়ার ঘটনায় অবশেষে বড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত হোস্টেলের (মোট ১৬টি) কাঠামোগত স্বাস্থ্য পরীক্ষা করা হবে ইঞ্জিনিয়ারদের দ্বারা, জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, প্রায় ৫০ থেকে ৬৫ বছর পুরনো এই হোস্টেলগুলিতে বর্তমানে প্রায় সাত হাজার ছাত্রছাত্রী বাস করেন। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরের পড়ুয়াদের জন্য থাকা এই আবাসনগুলোর অবস্থা বর্তমানে বেশ কিছু ক্ষেত্রে জীর্ণ ও পরিত্যক্ত পর্যায়ে পৌঁছেছে বলেই আশঙ্কা। তার রেশ কাটতে না কাটতেই ফের এক ঘটনায় আতঙ্ক বেড়েছে আরও।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata University: দুদিন আগেই ভেঙে ছিল হস্টেলের লোহার বিম, এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেই বিরাট অঘটন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement