Kolkata: গিরিশ পার্কে মর্মান্তিক ঘটনা, খেলতে গিয়ে ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু ২ বছরের শিশুর

Last Updated:

গিরিশ পার্কে মদন চ্যাটার্জী লেনের একটি বাড়িতে মর্মান্তিক ঘটনা। খেলতে গিয়ে ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু ২ বছরের শিশুর

প্রতীকী ছবি Image Courtesy: News18
প্রতীকী ছবি Image Courtesy: News18
কলকাতা: গিরিশ পার্কে মদন চ্যাটার্জী লেনের একটি বাড়িতে মর্মান্তিক ঘটনা। খেলতে গিয়ে ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু ২ বছরের শিশুর। গুরুতর আহত অবস্থায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে শিশুকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় গিরিশ পার্ক থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়।
জানা যায়, বাড়ির ড্রয়িং রুমে খেলার সময় দুর্ঘটনাটি ঘটে। মা ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন সে’সময়। পুলিশের তরফে জানানো হয়েছে, ডাইনিং টেবিলে খেলার সময় আচমকা পড়ে যায় একরত্তি, সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। পরিবারের সদস্যদের তরফে মল্লিকবাজারের এক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর গোটা বিষয়টি স্পষ্ট হবে পুলিশের কাছে ।
advertisement
দু’বছর আগে আর একটি মর্মান্তিক ঘটনা সামনে আসে। নিজের জন্মদিনের অনুষ্ঠানেই ফুটন্ত সম্বরের কড়াইয়ে পড়ে মৃত ২ বছরের শিশু। ২ বছরের ছোট্ট মেয়ের জন্মদিনের আয়োজন হয়েছিল বাড়িতে। নিমন্ত্রিত ছিলেন অনেকে। চলছিল রান্নাবান্না, অতিথি আপ্যায়ন। কিন্তু তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক কাণ্ড। রান্নার বড় কড়াইয়ে পড়ে গিয়ে ঝলসে মারা গেল ছোট্ট শিশুটি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: গিরিশ পার্কে মর্মান্তিক ঘটনা, খেলতে গিয়ে ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু ২ বছরের শিশুর
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement