Mamatamoyee Canteen: দলনেত্রীর নির্দেশ, পুজোয় অসহায়দের পেটপুরে মাংস-ভাতে রাখবে 'মমতাময়ী ক্যান্টিন'!

Last Updated:

Mamatamoyee Canteen: মমতাময়ী ক্যান্টিনে' পুজোর কদিন মাংস ভাত খাবেন নিরন্নরা।

তৃণমূল নেতা সুশান্ত ঘোষের তত্ত্ববধানে 'মমতাময়ী ক্যান্টিন'
তৃণমূল নেতা সুশান্ত ঘোষের তত্ত্ববধানে 'মমতাময়ী ক্যান্টিন'
#কলকাতা:  ঝোলে ঝালে থাকা বাঙালি গত দু'বছরে যেন সাধ কোরকের জোগান দিতে অক্ষম। বহু পরিবার রয়েছে যাদের দুবেলা ঠিকমতো ডাল ভাতও জোটে না। তাদের জন্য কলকাতা পৌরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুশান্ত ঘোষ গতবারের মতো এবারও ' মমতাময়ী ক্যান্টিন ' চালু করেছেন।
সুশান্ত বাবুর বক্তব্য, 'বহু দরিদ্র পরিবার রয়েছেন যাঁরা পুজোর সময় ঠিকঠাক খেতেও পান না, সারাবছর তাঁরা আধপেটা খেয়ে চালান। পুজোর কটা দিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ওয়ার্ডে ৫০০ জনকে মাংস তরকারি ভাত খাওয়াব। তবে অষ্টমী পুজোর দিন নিরামিষ তরকারি ভাত পাবে সবাই।'  বেলা বারোটার সময় দেখা গেল প্রচুর মানুষ আগ্রহ সহকারে দাঁড়িয়ে রয়েছেন খাবার নেওয়ার জন্য।
advertisement
advertisement
কমিউনিটি হলের পেছনে বেশ বড় একটা হেঁসেল তৈরি করেছেন। গিয়ে দেখা গেল মুরগীর মাংস, ডাল, তরকারী ভাত রান্না হচ্ছে।তবে প্রত্যেকটি খাবারের গুণ মান বজায় রেখে । পুজোর সময় যে সব যুবকেরা ভোর বেলা থেকে আনন্দ ভুলে কাজ করছেন,তাদের অদম্য পরিশ্রম চোখে পড়ার মতো ছিল। অন্য দিকে দেখা গেল বেশ কিছু যুবক সেই খাবার গুলিকে ফয়েল প্যাকেটে ভর্তি করছে। সাহায্য নেওয়া সকলেই একটা কথাই বলছেন, সুশান্ত ঘোষ ৩৬৫ দিন মানুষের পাশে রয়েছেন। অনেকে বলেন, উনি হলেন বাড়ির ছেলে। লাইনে দাঁড়ানো, মলিন পোশাকে কয়েক জনকে দেখা গেল, খাবার নেওয়ার জন্য উদগ্রীব অপেক্ষায়। সবাই খাবার পাচ্ছেন,' মমতাময়ী ক্যান্টিন 'থেকে। এই ক্যান্টিন থেকে খাবার নিতে গেলে কোন টাকা লাগছে না।  মায়ের পুজোতে সবাই সুস্থভাবে খুশিতে থাকুক, বলছিলেন,সুশান্ত ঘোষ। তবে তিনি সঙ্গে এটাও বলতে ভুললেন না যে, 'এসব কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  নির্দেশেই করছি।'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamatamoyee Canteen: দলনেত্রীর নির্দেশ, পুজোয় অসহায়দের পেটপুরে মাংস-ভাতে রাখবে 'মমতাময়ী ক্যান্টিন'!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement