Kolkata News: যাদবপুর র্যাগিং কাণ্ডের মধ্যেই বড় ঘটনা, এসএসকেএম হস্টেলে নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
SSKM Hospital Student Death: এসএসকেএম হাসপাতালের নার্সিং হস্টেল থেকে নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার। দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়ার বাড়ি রায়গঞ্জে।
কলকাতাঃ এসএসকেএম হাসপাতালের নার্সিং হস্টেল থেকে নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার। দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়ার বাড়ি রায়গঞ্জে। বুধবার গভীর রাতে হস্টেলের চারতলার শৌচালয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। উদ্ধার করে এমারজেন্সি বা জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইতিমধ্যেই ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনার তদফন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ। সূত্রের খবর, পড়ুয়ার ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যু রহস্যের কিনারা করতে ছাত্রীর পরিবার, সহপাঠী এবং সহ-আবাসিকদের সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারী আধিকারিকরা।
advertisement
পড়ুয়ার ওপরে কোনও শারীরিক বা মানসিক নির্যাতন হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দ্বিতীয় বর্ষের পড়ুয়া এই ছাত্রী। নার্সিং স্টাফদের প্রচন্ড কাজের চাপ থাকে সরকারি হাসপাতালে, সেই চাপ সহ্য করতে না পেরে এই পরিণতি হতে পারে। তবে অন্য কোনও কারণও থাকতে পারে এই ঘটনা ঘটতে পারে।
advertisement
আরও পড়ুনঃ দুপুর গড়ালেই আজও দক্ষিণে আবহাওয়া বদল, বৃষ্টির মেগা আপডেট দিল হাওয়া অফিস
এ দিকে, এসএসকেএম-এর হস্টেলে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠন হল তদন্ত কমিটি। এসএসকেএমের ডিরেক্টর-সহ আধিকারিকদের নিয়ে তদন্ত কমিটি গঠন। গোটা ঘটনা নিয়ে স্বাস্থ্য ভবন রিপোর্ট নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। অভ্যন্তরীণ তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য ভবনকে।
advertisement
অভিজিৎ চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 1:57 PM IST