Kolkata: সকাল-সকাল শহরে উত্তেজনা, চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে ভ্যান-রিকশায় মৃতদেহ

Last Updated:

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রিকশায় দেহ উদ্ধার! চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে রিকশায় দেহ। স্থানীয়দের থেকে খবর পেয়ে দেহ উদ্ধার বউবাজার থানার পুলিশের

Kolkata Police
Kolkata Police
কলকাতা: সকাল-সকাল শহর কলকাতায় উত্তেজনা!  সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ভ্যান-রিকশা থেকে উদ্ধার মৃতদেহ! জানা যায়, চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান-রিকশা থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। স্থানীয়দের থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে বউবাজার থানার পুলিশ।
সাত সকালে মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রাই প্রথম মৃতদেহটি দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে। বউবাজার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, সেন্ট্রাল এভিনিউতে চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে ভ্যান- রিকশায় পড়েছিল মৃতদেহ। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু, তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, মৃত ব্যক্তি ওই ভ্যানেরই চালক। অসুস্থতার কারণেই মৃত্যু। তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি। ভ্যান মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।
advertisement
দিন দুই আগেই দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় এক প্রবীণ ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্যক্তির নাম দিলীপ কুমার সাহা (৬৮)। তাঁর পরিবারের দাবি, তিনি এক সপ্তাহ ধরে জাতীয় নাগরিকপঞ্জি তথা এনআরসি আতঙ্কে ভুগছিলেন এবং সেই কারণেই আত্মহত্যা করেছেন। দিলীপ সাহা রিজেন্ট পার্কের আনন্দপল্লি পশ্চিমের বাসিন্দা ছিলেন। ঢাকুরিয়ার একটি স্কুলে কর্মচারী হিসেবে তিনি কাজ করতেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: সকাল-সকাল শহরে উত্তেজনা, চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে ভ্যান-রিকশায় মৃতদেহ
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement