Kolkata School Crime: খাস কলকাতায় ফিল্মি কায়দায় 'গুণ্ডামি', স্কুলের গেট থেকে ছাত্রকে তুলে নিল দুষ্কৃতীরা!
- Written by:Sourav Tewari
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Kolkata School Crime: সেলিমপুর অন্তর্গত বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
কলকাতা: খাস কলকাতায় স্কুল ছাত্রকে ফিল্মি কায়দায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। লেক থানা অন্তর্গত সেলিমপুরের একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রকে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ।
মোটর সাইকেলে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। লেক থানার পুলিশ তদন্ত নেমেছে ইতিমধ্যেই। শহরে ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে। সেলিমপুর অন্তর্গত বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: গণেশ চতুর্থীতে ভোগে অবশ্যই রাখুন এই পদ, পুজোর সময় খেয়াল রাখুন বিশেষ দুই নিয়ম
সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। সহপাঠীরা যখন দুষ্কৃতীদের আটকাতে যায় তখন তাদেরকে ধাক্কা দিয়ে ছাত্রকে নিয়ে যাওয়া হয়। কী কারণে এভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। পুরনো কোনও শত্রুতা আছে কিনা খতিয়ে দেখছে লেক থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: কুকুরের পায়ে শিক ঢুকিয়ে আঘাত! বাধা দিতে গিয়ে রক্তাক্ত প্রতিবাদীরা, মারাত্মক কাণ্ড
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুল থেকে বেরোতেই ছাত্রের উপর চড়াও হয় বাইক আরোহী ১০ দুষ্কৃতী। টেনে হিঁচড়ে ছাত্রকে বাইকে করে তুলে নিয়ে যাওয়া হয়। বাধা দিলে ছাত্রের সহপাঠীদের মারধর করে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। এখনও কোনও খোঁজ নেই ওই ছাত্রের।
advertisement
সৌরভ তিওয়ারি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2023 6:32 PM IST









