R G Kar Hospital Vandalism: ‘মধ্যরাতে মেয়েদের রাত দখল’-এর লড়াই, তাণ্ডব আরজি করে ! ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক এসইউসিআইয়ের
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Kolkata RG Kar Medical Student Death Case Updates:হঠাৎ করে দেখা যায়, একদল জনতা আরজি কর হাসপাতালের ভিতর ঢুকে যায় ৷ এবং তাণ্ডবলীলা চালাতে শুরু করে ৷ ভেঙে দেয় ধরনা মঞ্চ ৷ শুরু হয় ছাত্র-ছাত্রীদের উপর বেলাগাম হামলা ৷
কলকাতা: যেন এক অন্য শহর৷ ঘড়ির কাটা বলছে রাত ১১টা পেরিয়ে গিয়েছে ৷ রাজ্য জুড়ে মেয়েরা রাজপথে ৷ মুহুর্মুহু স্লোগান উঠছে ৷ রাতের শহরে নারীদের রাত দখল যেন অন্য এক যুগের ইঙ্গিত দিচ্ছে ৷ তালটা কাটে তার ঠিক পরেই৷
হঠাৎ করে দেখা যায়, একদল জনতা আরজি কর হাসপাতালের ভিতর ঢুকে যায় ৷ এবং তাণ্ডবলীলা চালাতে শুরু করে ৷ ভেঙে দেয় ধরনা মঞ্চ ৷ শুরু হয় ছাত্র-ছাত্রীদের উপর বেলাগাম হামলা ৷
advertisement
advertisement
ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে ৷ আরজি কর প্রাঙ্গণ তখন যেন যুদ্ধক্ষেত্র ৷ ঘন ঘন টিয়ার গ্যাসের সেল ফাটছে ৷ এরই প্রতিবাদে আগামিকাল ১৬ অগাস্ট ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই ৷
তাদের অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজে একজন মহিলা ডাক্তারের যৌন নিগ্রহ ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের প্রায় সর্বত্র মেডিক্যাল পেশায় যুক্ত বহু সংখ্যক মানুষ এই আন্দোলনে নেমেছেন ৷
advertisement
সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সর্বান্তকরণে সমর্থন করছেন৷ হাজার-হাজার মহিলারা মাঝ রাতে রাস্তায় অবস্থান বিক্ষোভ করেছেন।
এই পরিস্থিতিতে হঠাৎ প্রায় মধ্য রাতে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দুষ্কৃতিরা আরজি কর মেডিক্যাল কলেজে অবস্থানরত ডাক্তারদের ধরনা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেয় ৷
advertisement
ছাত্র-ছাত্রীদের উপরে নির্বিচারে হামলা চালানোর অভিযোগ। শুধু তাই নয়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঢুকে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2024 9:26 AM IST