অভি তো পার্টি শুরু হুই হ্যায়........... !!
Last Updated:
থার্টি ফার্স্ট নাইট ৷ যাঁরা বছরের কোনওদিন পার্টি করেন না ৷ তাঁরাও এদিন হয়তো ইন্টারনেট বা কাগজ খুলে দেখছেন কোথায় কী হচ্ছে ৷
#কলকাতা: থার্টি ফার্স্ট নাইট ৷ যাঁরা বছরের কোনওদিন পার্টি করেন না ৷ তাঁরাও এদিন হয়তো ইন্টারনেট বা কাগজ খুলে দেখছেন কোথায় কী হচ্ছে ৷ আগে কলকাতার কিছু নির্দিষ্ট জায়গায় বর্ষবরণের উৎসব হত ৷ পার্ক স্ট্রিটের পাব-ডিস্কো কিংবা কোনও অভিজাত ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যেই পার্টিতে মাততেন ৷ এখন কিন্তু ব্যাপারটা তা নয় ৷ ক্লাব,ডিস্কো-থেক গুলো ছাড়াও শহরের প্রায় সর্বত্র ব্যাঙ্কোয়েট হল, শপিং মল, অ্যামিউজমেন্ট পার্কগুলিও পার্টি আয়োজনে এখন একে অপরকে টেক্কা দিচ্ছে ৷ রাস্তায় পার্টির হোর্ডিং পড়তে না পড়তেই অনলাইনে সেগুলোর বুকিংও অনেকদিন আগেই সেরে ফেলেছেন পার্টি হপার্সরা ৷ তবে যারা এখনও পাস জোগাড় করেননি ৷ তারা দেখে নিন শহরের কোথায় কী হচ্ছে ৷
বেদিক ভিলেজ স্পা অ্যান্ড রিসর্ট
শহরের ভিড় থেকে একটু দূরে গিয়ে যদি পার্টি জমাতে চান, তাহলে বেদিক ভিলেজের থেকে ভাল রিসর্ট আর কী আছে ৷ কাপলদের জন্য ৫০০০ টাকা এবং স্ট্যাগ এন্ট্রি ৩০০০ দিলেই দুর্দান্ত পার্টির গ্যারান্টি ৷ লাইভ ব্যান্ড, ডিজে, ডান্সার কী নেই ! সঙ্গে গালা ককটেল ডিনার তো রয়েইছে ৷ আপনার সঙ্গীকে নিয়ে রিসর্টে থেকেও যেতে পারেন ৷ প্যাকেজ শুরু ১২,৯৯৯ টাকায় ৷ যাতে থাকছে পরের দিনের বুফে ব্রেকফাস্টও ৷
advertisement
advertisement
ইকো পার্ক একান্তে আইল্যান্ড
কোনও সন্দেহ নেই ৷ শহরের সবচেয়ে সুন্দর পার্ক এখন ইকো পার্ক ৷ আর সেখানে রয়েছে দ্বীপ ৷ হ্যাঁ একান্তে আইল্যান্ডে সঙ্গিকে নিয়ে একান্তে না হলেও সবাইকে নিয়েই উপভোগ করুন নিউ ইয়ার ইভ ৷ ইন্টারন্যাশনাল ডান্সার, কাবানা, গালা ডিনার সবই রয়েছে প্যাকেজে ৷ নিউ ইয়ারে যদি ‘এলিট’ পার্টি করতে হয় তবে অবশ্যই যান ইকো পার্কে ৷
advertisement
অ্যাকোয়াটিকা
শহরে আজকে নিউ ইয়ার পার্টির ভেন্যুগুলির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়তো অ্যাকোয়াটিকার পার্টিকে নিয়েই হচ্ছে ৷ কারণ এই পার্টির আকর্ষণের মূলে রয়েছেন যিনি, তাঁকে দেখার জন্য আগ্রিম বুকিং করে ফেলেছেন অনেকেই ৷ তিনি বলিউডের বেবি ডল সানি লিওনে ৷ তাই যদি বুকিং এখনও না করে থাকেন, তাহলে আর দেরি না করে ফোন বা ইন্টারনেট বুকিংটা সেরেই ফেলুন ‘Rush Hours with Sunny Leone’ পার্টির ৷ কারণ রাত ন’টার পরেই এখানে শুরু হবে ‘সানি শো ’ !
advertisement
সিসি অ্যান্ড এফসি
নিউ ইয়ার ধমাকা পার্টিতে সব বছরই অন্য ভেন্যুগুলির থেকে অনেকাংশেই এগিয়ে থাকে দক্ষিণ কলকাতার গুরুসদয় মোড়ের এই সম্ভ্রান্ত ক্লাব ৷ থার্টি ফার্স্ট নাইটে গার্লফ্রেন্ড বা পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করতে এই ক্লাব অবশ্যই সেরা ৷
advertisement
শহরের সম্ভ্রান্ত ক্লাবগুলির পাশাপাশি জমজমাট নিউ ইয়ার পার্টি আয়োজনে তৈরি পাঁচতারা হোটেল গুলিও। তাঁদের ভাবনা এখন আর সীমিত নয়। বুফের দাম থেকে মেনু, সবেতেই যথেষ্ট প্রাধান্য উৎসবমুখর বাঙালি মধ্যবিত্তের ভাল লাগা। সাবেক তাজ বেঙ্গল, হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালই হোক কিংবা হোক না শহরে নতুন আসা জে ডব্লিউ ম্যারিয়ট— বছর শুরুর ব্রাঞ্চ এখন সর্বত্র বিশেষ ভাবনা। খাদ্যরসিকদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে ওঠা জে জব্লিউ কিচেনে মাছের তাই কারি, রোস্টেড স্প্রিং চিকেন, পিসতাশিও ফাজ কেক-এর মতো নানা সুস্বাদে সাজছে বছর বরণের বুফে। তাজ বেঙ্গলের নানা রেস্তোরাঁয় আবার স্পার্কলিং ওয়াইনের সঙ্গে রকমারি ভিন দেশি রান্নায় জমিয়ে তোলা যায় নতুন বছর। বছরের প্রথম দিনের শুরু আহারের আয়োজনে যত্নে সাজছে এইচএইচআই থেকে গেটওয়ের নানা রেস্তোরাঁও। ললিত গ্রেট ইস্টার্ন হোটেলের বর্ষবরণের রাতের থিম তো আবার ‘লন্ডন’ ৷ কলকাতাতেই তাই আজ পাওয়া যাবে বিলেতি আমেজ !
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 31, 2016 3:50 PM IST