Kolkata Rape: খোদ কলকাতায় যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার ১৪ বছরের নাবালিকা, গ্রেফতার ১
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
নদিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে
#কলকাতা: খোদ কলকাতায় যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার ১৪ বছরের নাবালিকা (Kolkata Rape)। গ্রেফতার ১! ধৃতের নাম মহানন্দ মণ্ডল। নদিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে!
পুলিশের কাছে খবর আসে, সরকারি হাসপাতালে বিধ্বস্ত, অসুস্থ অবস্থায় ভর্তি এক নবালিকা। বয়ানে পুলিশ জানতে পারে, ২৮ জানুয়ারি বিকেল ৪টে নাগাদ নাবালিকা তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। তখনই বন্ধুর বাবা মহানন্দ মণ্ডল তার মেয়েকে দোকানে চুড়মুড় কিনতে পাঠায়!
advertisement
বাড়িতে আর কেউ ছিল না! অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগে মেয়ের নাবালিকা বন্ধুকে জোড় করে মদ খাইয়ে ধর্ষণ করে মহানন্দ মণ্ডল (Kolkata Rape)! এর পরই অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। জানা যায় অভিযুক্ত পলাতক! শেষমেশ নদিয়ার তেহট্ট থেকে তাকে পুলিশ গ্রেফতার করে! ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৮ ও পসকো ধারায় মামলা রুজু হয়েছে।
advertisement
গতবছর অগাস্ট মাসে কলকাতায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয় সল্টেলেকের দত্তাবাদের বাসিন্দা সমীর মণ্ডল। জানা যায়, লাগাতার মাসের পর মাস ধরে এক নাবালিকাকে ধর্ষণ করেছে সে। প্রগতি ময়দান থানায় FIR করেন নির্যাতিতার মা। এই ঘটনার আগের সপ্তাহেই দক্ষিণ শহরতলির ঠাকুরপুকুর থেকে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রাস্তা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছিল ওই কিশোরীকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2022 11:27 PM IST