নারী সুরক্ষায় আরও সতর্ক কলকাতা পুলিশ, গাফিলতির প্রমাণ মিললে কড়া ব্যবস্থা
Last Updated:
নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হলেই ১০০ অথবা ১০৯০-নম্বরে ফোন করার পরামর্শ। ফোন করা যাবে ১০৯১ অথবা ১১২ নম্বরেও।
#কলকাতা: হায়দরাবাদের তরুণী চিকিৎসককে গণধর্ষণ করে খুনের ঘটনায় দেশজুড়ে চড়ছে বিক্ষোভের পারদ। শুধু হায়দরাবাদ না, রাজধানীর রাজপথ থেকে কলকাতার পথে পথে ক্ষোভের আগুন। নারী সুরক্ষায় আরও সতর্ক কলকাতা পুলিশ।
মহিলাদের সুরক্ষায় কড়া লালবাজার। নারী নিগ্রহের অভিযোগে এলেই ব্যবস্থা নিতে নির্দেশ কলকাতা পুলিশকে। সব থানার আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হলেই ১০০ অথবা ১০৯০-নম্বরে ফোন করার পরামর্শ। ফোন করা যাবে ১০৯১ অথবা ১১২ নম্বরেও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার।
In case of any emergency or any doubt regarding your safety please dial the following Toll Free numbers of @KolkataPolice : 100 or 1090 or 1091 or 112 pic.twitter.com/job7YJx3bp
— CP Kolkata (@CPKolkata) November 30, 2019
advertisement
advertisement
কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার নির্দেশ, অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। থানার এলাকা ভাগাভাগি নিয়ে যেন সময় নষ্ট না হয়। প্রত্যেক থানা এলাকায় টহলদারি বাড়াতে নির্দেশ দেওয়া হযেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2019 10:36 PM IST