সোনার দোকান লুঠ করতে জড়ো হয়েছিল পাঁচ ডাকাত, খবর পেল পুলিশ! কালীঘাটে টান টান নাটক
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Rounak Dutta Chowdhury
Last Updated:
শহরে অপরাধ দমনের ক্ষেত্রে বড় সাফল্য কলকাতা পুলিশের। কালীঘাটে ডাকাতির ছক বানচাল করল কলকাতা পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হল পাঁচজন দুষ্কৃতি। গত ২২ তারিখ রাত ৯:৩০ নাগাদ কালীঘাট রোডের ১৪৪ নম্বর এলাকায় ডাকাতির পরিকল্পনায় জড়ো হন পাঁচ দুষ্কৃতি।
কলকাতা: শহরে অপরাধ দমনের ক্ষেত্রে বড় সাফল্য কলকাতা পুলিশের। কালীঘাটে ডাকাতির ছক বানচাল করল কলকাতা পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হল পাঁচজন দুষ্কৃতি। গত ২২ তারিখ রাত ৯:৩০ নাগাদ কালীঘাট রোডের ১৪৪ নম্বর এলাকায় ডাকাতির পরিকল্পনায় জড়ো হন পাঁচ দুষ্কৃতি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধারালো অস্ত্র-সহ মহিম হালদার রোডে একটি গয়নার দোকানে ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল।
গোপন সূত্রে খবর পেয়ে কালীঘাট থানার পুলিশ অভিযানে নামে, তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি ডাকাতির কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়েছে। ২৩ অগাস্টের করা মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ৩১০ (৪), ৩১০(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 4:48 PM IST