গাড়ি চালকের মোবাইল ব্যবহার বন্ধে নজিরবিহীন উদ্যোগ কলকাতা পুলিশের

Last Updated:

গাড়ি চালকের মোবাইল ব্যবহার বন্ধে নজিরবিহীন উদ্যোগ কলকাতা পুলিশের

#কলকাতা: মুর্শিদাবাদের দৌলতাবাদের ভয়াবহ দুর্ঘটনাও ফেরাতে পারেনি হুঁশ। কানে মোবাইল , হাতে স্টিয়ারিং নিয়ে দিব্যি চলছে যাতায়াত। এবার গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ব্যবহার বন্ধে নজিরবিহীন উদ্যোগ নিল কলকাতা পুলিশ ৷ গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বললেই ছবি তুলে জানান কলকাতা পুলিশকে ৷
বাঁ হাতে স্টিয়ারিং। ডান কানে মোবাইল। মুহূর্তের ভুলে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে বাস। সোমবারই ভয়াবহ এই দুর্ঘটনার সাক্ষী হয়েছিল রাজ্য। কিন্তু, তারপরেও ছবি কি বদলেছে? এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে ফোন। গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথাবার্তা সেরে নিচ্ছেন অনেকেই। এবার গাড়ি চালানোর সময় চালকের ফোন ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ ৷
advertisement
নজিরবিহীন উদ্যোগ কলকাতা পুলিশের। গাড়ি চালকের মোবাইল ব্যবহার বন্ধ করতে সাধারণ মানুষের উদ্দেশ্যে আহবান KP-এর ৷ গাড়ি চালাতে চালাতে চালক মোবাইলে কথা বললে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানোর আবেদন জানাল কলকাতার আইন-শৃঙ্খলা রক্ষক বাহিনী ৷ ৯৯০৩৫৮৮৮৮৮ নম্বরে অভিযুক্ত চালকের ছবি পাঠানোর কথা বলে ফেসবুকে আবেদন কলকাতা পুলিশের। অভিযোগ প্রমাণ হলে লাইসেন্স বাতিল হতে পারে চালকের।
advertisement
advertisement
আর যাঁরা অভিযুক্ত চালকের ছবি তুলে পাঠাবেন তাদের নামের লটারি হবে এবং লটারিতে তাঁদের মধ্যে অনেকের জন্য থাকবে পুরস্কার।
মুর্শিদাবাদের দৌলতাবাদ। সোমবার সকালে রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাস। ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। নদীতে তলিয়ে সলিল সমাধি হয় বহু মানুষের। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা বাসযাত্রীদের দাবিতে বারবার উঠে আসে এই তথ্য যে, চালক মোবাইল ফোনে কথা বলছিলেন বলেই দুর্ঘটনা ঘটে। চব্বিশ ঘণ্টার মধ্যেই দুর্ঘটনা রুখতে কড়া একাধিক পদক্ষেপ করে এসবিএসটিসি।
advertisement
দুর্ঘটনা রুখতে নিয়ম
- অন ডিউটি চালকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
- প্রতিদিন সিসিটিভি ফুটেজ পরীক্ষা
- ধরা পড়লে প্রাথমিকভাবে ৪ মাস সাসপেন্ড
- বয়ান নেওয়া হবে সাপোর্ট স্টাফেদের
- বাসচালক মত্ত ছিলেন না তারও পরীক্ষা
- কলকাতা পুলিশের থেকে ব্রিদিং অ্যানালাইজার নিচ্ছে এসবিএসটিসি
এরপর থেকে প্রতিদিন সিসিটিভি ফুটেজ পরীক্ষা হবে ৷ তাতে কানে ফোন নিয়ে বাস চালাচ্ছেন ড্রাইভার, এমন দৃশ্য ধরা পড়লেই তৎক্ষণাৎ নেওয়া হবে ব্যবস্থা ৷ মদ্যপান করে বাস চালাচ্ছেন কিনা তাও পরীক্ষা করা হবে ৷
advertisement
সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে হাজারও প্রচার। কিন্তু, সবকিছুকে উপেক্ষা করে বেপরোয়া মনোভাব গাড়িচালকদের একাংশের। এতকিছুর পরেও কি বন্ধ হবে গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলার প্রবণতা? তার উত্তর দেবে সময়ই ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
গাড়ি চালকের মোবাইল ব্যবহার বন্ধে নজিরবিহীন উদ্যোগ কলকাতা পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement