‘ঘরের বাইরে নয়!’ সত্যজিতের জন্মদিনে গুপি–বাঘাকে নিয়ে কলকাতা পুলিশের সতর্কবার্তা
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
ফেসবুক পেজ থেকে হীরক রাজার দেশে ছবিটির একটি গানের সুরে কথা পাল্টে সেই গানেরই দৃশ্যপট সাজিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে
#কলকাতা: আজ তাঁর জন্মদিন। তিনি, বাংলা সিনেমা যাঁদের হাত দিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে, তাঁদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি সত্যজিৎ রায়। আজ তাঁর জন্মশতবর্ষের শুরু। কিন্তু লকডাউন আর করোনা আবহে তেমন কোনও জাঁকজমক নেই জন্মদিন পালনে। কিন্তু কলকাতা পুলিশ সত্যজিৎ রায়ের জন্মদিনটিকে মনে রেখেছে একটু অন্যভাবে। ফেসবুক পেজ থেকে হীরক রাজার দেশে ছবিটির একটি গানের সুরে কথা পাল্টে সেই গানেরই দৃশ্যপট সাজিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে গুপি বাঘার গান ‘আর বিলম্ব নয়’–এর বদলে ‘ঘরের বাইরে নয়।’
লকডাউনে বাড়ি থেকে অপ্রয়োজনে বেরনো নিয়ে বারবার নিষেধ করছে প্রশাসন। নানাভাবে সেই বিষয়ে প্রচারও চালান হচ্ছে। দেশের নানাপ্রান্তের পুলিশ নরমে–গরমে মানুষকে বোঝাতে চেষ্টা করছেন, বাইরে বেরোলে ক্ষতি হবে আপনারই। তাই এবারে অস্কারজয়ী পরিচালকের গানে সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাইছে কলকাতা পুলিশ।
advertisement
এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা এখনও ৩৩। তবে বিশেষ কয়েকটি অংশে অতিরিক্ত সংক্রমণের কারণে রাজ্য সরকার কড়াকড়ি করেছে। যাতে আর সংক্রমণ না ছড়াতে পারে, তাই কেন্দ্রীয় সরকার শর্ত সাপেক্ষে কিছু ছাড় দিলেও তৃতীয় ধাপে আরও কিছুদিন লকডাউন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2020 2:46 PM IST