বিজেপি-র বিরুদ্ধে একাধিক অভিযোগ কলকাতা পুলিশের !

Last Updated:

বিজেপি-র বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের ৷

#কলকাতা: পুরভোটের ফলপ্রকাশের ৮ দিন পর বিজেপি-র লালবাজার অভিযান। কলকাতার রাজপথে ধুন্ধুমার। পুলিশের গাড়িতে আগুন। মিছিল থেকে ছোঁড়া হল বোমা। পুলিশের সঙ্গে সংঘর্ষ। পুলিশকর্মীকে মার বিজেপি কর্মীদের। বামেদের নবান্ন অভিযান পালের হাওয়া কেড়ে নিতে পারে। এই আশঙ্কা থেকেই কি তড়িঘড়ি শক্তি প্রদর্শনে নামতে হল রাজ্য বিজেপিকে?
পুরভোটের ফলে ধাক্কা খেয়েছে মিশন বাংলার স্বপ্ন। সোমবার নবান্ন অভিযানে সাড়া পেয়ে কিছুটা উজ্জীবিত বাম-শিবির। এই অবস্থায় কি লালবাজার অভিযান ঘিরে নিজেদের শক্তি জাহির করতেই মরিয়া হল রাজ্য বিজেপি ? যদিও মিছিল ঘিরে বিশৃঙ্খলার দায় পুলিশ ও প্রশাসনের ওপরই চাপাচ্ছে বিজেপি।লালবাজার অভিযানে পুলিশি হামলার অভিযোগে দিল্লিতে তৃণমূল দফতরেও বিক্ষোভ দেখায় বিজেপি।
advertisement
বিজেপি-র বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের ৷ এদিন সাংবাদিকদের ডিসি সদর সুপ্রতীম সরকার জানান, ‘‘ টি বোর্ডের কাছে পেট্রোলবোমা ছোঁড়া হয়েছে ৷ ফিয়ার্স লেনে ব্যারিকেড ভেঙে পুলিশকে মারা হয়েছে ৷ আমহার্স্ট স্ট্রিটে ওসি-র গাড়িতে আগুনের পাশাপাশি সেন্ট্রাল মেট্রো স্টেশনেও ভাঙচুর করেছে বিজেপি সমর্থকরা ৷ ধৃত কৈলাস বিজয়বর্গী ৷ পাশাপাশি আটক করা হয়েছে দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার এবং লকেট চট্টোপাধ্যায়কেও ৷ ধৃত বিজেপি-র ১৪১ জন সমর্থকও ৷ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ আজকের ঘটনায় আহত হয়েছেন ২০ জন পুলিশকর্মী ৷ লালবাজারের সামনে থেকে ২১ জন ধরা পড়েছে ৷ তারা কাছাকাছি বাড়িগুলিতে লুকিয়ে ছিল ৷ ’’
advertisement
advertisement
বামেদের নবান্ন অভিযানের পরই তড়িঘড়ি বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করেছিল রাজ্য বিজেপি। রাজ্যে অরাজকতার প্রতিবাদে লালবাজার অভিযান কেন, সেই প্রশ্নের উত্তর মেলেনি। বামেদের নবান্ন অভিযানের জেরেই লালবাজার অভিযান কিনা, তা নিয়েও তাই প্রশ্নের মুখে বিজেপি নেতৃত্ব।
মিছিলে পুলিশি নিগ্রহ নিয়ে সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে অভিযোগ জানিয়েছেন রাজ্য নেতারা। একই ইস্যুতে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন তাঁরা।
advertisement
শেষ মুহুর্তেও লালবাজার অভিযান সফল করার মরিয়া চেষ্টা করেছেন বিজেপি কর্মীরা। তবে প্রশাসনের পরিকল্পনায় সেই কৌশল কাজে আসেনি। লালবাজার অভিযানের মাইলেজ আদৌ গেরুয়া শিবিরের ঘরে উঠবে কিনা, তার উত্তর মিলবে ভোটের বাক্সেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি-র বিরুদ্ধে একাধিক অভিযোগ কলকাতা পুলিশের !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement