R G Kar murder update: আর জি কর কাণ্ডে ধৃত 'বড়মাপের অপরাধী, সর্বোচ্চ শাস্তির চেষ্টা!' দাবি নগরপালের, খুনের উদ্দেশ্য জানার চেষ্টায় পুলিশ
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
গতকাল রাতেই আর জি কর কাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসপাতাল চত্বর থেকেই সঞ্জয় রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ৷
কলকাতা: আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় ‘বড়মাপের অপরাধী’৷ অভিযুক্তের যাতে চরম শাস্তি হয়, সেই চেষ্টাই করবে কলকাতা পুলিশ৷ আর জি করে তরুণী চিকিৎসক পড়ুয়াকে নির্যাতন করে খুনের ঘটনায় এমনই দাবি করলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল৷
একই সঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতা পুলিশ স্বচ্ছতার সঙ্গেই এই ঘটনার তদন্ত করছে৷ তার পরেও যদি মৃতার পরিবার মনে করে যে অন্য কোনও এজেন্সি দিয়ে এই ঘটনার তদন্ত করা উচিত, সেক্ষেত্রে কলকাতা পুলিশের কোনও আপত্তি নেই৷
advertisement
advertisement
গতকাল রাতেই আর জি কর কাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসপাতাল চত্বর থেকেই সঞ্জয় রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ৷ বিনীত গোয়েল দাবি করেছেন, অভিযুক্তের সঙ্গে তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন করে হত্যার জোরাল প্রমাণ মিলেছে৷ পাশাপাশি সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ নগরপাল জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে৷ কেন সে এমন নৃশংস অপরাধ করল, তাও জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নগরপাল৷
advertisement
যদিও ধৃতের পেশা বা পরিচয় সম্পর্কে বিশদে কিছু বলতে চাননি কলকাতা পুলিশের শীর্ষ কর্তা৷ তিনি শুধু বলেন, ‘ধৃত আমাদের কাছে একজন বড় মাপের অপরাধী৷ যে এমন ঘৃন্য অপরাধ করে, তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য৷ আমরা সেটা দেখব৷’ পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তাও পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন নগরপাল৷ ধৃতের বিরুদ্ধে খুন এবং ধর্ষণের ধারায় মামলা দায়ের করা হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2024 1:43 PM IST









