নির্বাচনের আগে আরও সজাগ থাকুক পুলিশকর্মীরা, মাসিক ক্রাইম বৈঠকে অনুজ শর্মার কড়া বার্তা প্রতিটি থানাকে
- Published by:Pooja Basu
Last Updated:
কলকাতা পুলিশের পক্ষ থেকে এদিন চারটি জন সচেতনতা মুলক প্রকল্পর উদ্বোধন করেন কলকাতা পুলিশ কমিশনার|
#কলকাতা: নির্বাচনের আগে মাসিক ক্রাইম মিটিংয়ে অনুজ শর্মা কড়া পদক্ষেপের নির্দেশ দেন প্রতিটি থানাকে | পুলিশ সূত্রের খবর, এদিন কলকাতা পুলিশ কমিশনার প্রতি থানাকে নির্দেশ দেন, নির্বাচনের আগে শহরে অস্ত্র কারবার রুখতে কড়া নজরদারি রাখতে হবে | পাড়ায় পাড়ায় রাজনৈতিক দল গুলির সংঘর্ষ বা গন্ডগোলের সমাধান প্রতি এলাকায় স্থানীয় থানাকেই দেখতে হবে | যাতে গন্ডগোল না হয় সেদিকে নজরদারি বাড়াতে হবে |
নির্বাচনের আগে যে বিপুল পরিমান বেআইনি ভাবে টাকা শহরে আসে যা কিনা অসামাজিক কাজে ব্যবহার হয়, তা রুখতে অতিরিক্ত নজরদারি রাখতে হবে | যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে তাদেরকে যেন পুলিশ কড়া ব্যবস্থা নেয়| জানিয়েছেন সিপি। এছাড়া ডিসেম্বরে ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা হয়েছিল সেগুলির দ্রুত সমাধান হয়েছে | এদিন তিনি তদন্তকারীদের সেকারণে প্রশংসাও করেছেন |
advertisement
কলকাতা পুলিশের পক্ষ থেকে এদিন চারটি জন সচেতনতা মুলক প্রকল্পর উদ্বোধন করেন কলকাতা পুলিশ কমিশনার| প্রথমত, বর্তমানে কলকাতার নয়টি ডিভিশনের প্রতিটিতে নতুন সাইবার থানা বা সাইবার ল্যাবস উদ্বোধন করেন সিপি | যাতে সাইবার সংক্রান্ত কোনও অভিযোগ করতে লালবাজারে সাইবার বিভাগে ছুটতে না হয় সাধারণ মানুষকে | যাতে নিজের এলাকায় মানুষ অভিযোগ করতে পারেন, সে কারণে এই নতুন সাইবার থানা প্রতি এলাকায় করা হল | দ্বিতীয়ত, " রক্ষাকবচ" নামে একটি অ্যাপস উদ্বোধন করা হয় | যা কিনা ব্যাঙ্ক ফ্রড রুখতে ব্যবহার হবে | কলকাতা পুলিশের একটি সচেতনতামূলক প্রকল্প বেশি সংখ্যায় জনগণের কাছে পৌঁছবার ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় যাতে তাঁরা অনলাইন ব্যাঙ্ক ফ্রডের শিকার না হন। তৃতীয়ত, "সন্ধান" নামে একটি এপপ্স উদ্ভবোধন করেন | যেটি কেউ হারিয়ে গেলে খুঁজতে সাহায্য করবে | কলকাতায় যে সমস্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে মিসিং ডায়েরি হয়েছে এবং এখনও তাঁরা নিখোঁজ রয়েছেন, এমন ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় কলকাতা পুলিশের সন্ধান অ্যাপ্স ব্যবহার করা হবে । চতুর্থত, "সাইবার হেল্প ডেস্ক ফর উওমেন " উদ্বোধন হয় | বর্তমানে মহিলারা যে সমস্ত সাইবার অপরাধের শিকার হন , তা দ্রুততার সঙ্গে জানানোর জন্য এবং তার সমাধানের জন্য এটি কলকাতা পুলিশের সাইবার থানার পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ। যার মাধ্যমে সাধারণ মানুষ অনেকখানি উপকৃত হবেন বলে আশাবাদী পুলিশ আধিকারিকরা | শুক্রবার আলিপুর বডি গার্ড লাইনে কলকাতা পুলিশের সিপি অনুজ শর্মা সঙ্গে এদিন বৈঠক হয় সমস্ত থানার ওসি, এসি ও ডিসিদের |
advertisement
advertisement
Arpita Hazra
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2021 8:15 PM IST