ভ্রূণ কোথায় শুধুই তো ব্যান্ডেজ, এক ঘণ্টায় ভোলবদল কলকাতা পুলিশের

Last Updated:
#কলকাতা: সন্ধ্যা ছ টায় কলকাতা পুলিশ যা বয়ান দিল , সন্ধ্যা সাড়ে সাতটায় ১৮০ ডিগ্রি বদলে গেল বয়ান ৷ পাশাপাশি ১৪ টি ভ্রূণের অংশ পাওয়া নিয়ে যে মারাত্মক উত্তেজনা তৈরি হয়েছিল তা নাকি আদপে প্যাকেট প্যাকেট পরিত্যক্ত ব্যান্ডেজ ৷
সন্ধ্যা সাড়ে ৬টার সময়  ভ্রূণের কথা বলেন ডিসি সাউথ ওয়েস্ট ৷ সে সময় ঘটনাস্থলে গিয়েছিলেন  গোয়েন্দা প্রধানও ৷ সওয়া সাতটায় বদলে যায় বয়ান ৷ প্যাকেট গুলি কাটার পরই তার থেকে পাওয়া যেতে শুরু করে ব্যান্ডেজ ৷
হরিদেবপুর নিয়ে ডিসি-র সাফাই দেন  ময়নাতদন্তের জন্যই পাঠানো হয়েছিল ১৪ প্যাকেট ৷  চিকিৎসকরা জানান, প্যাকেটে হিউম্যান টিস্যু নেই ৷  প্যাকেটে কী রয়েছে, তা দেখতে চাই এরপর এমনটাই বলতে শুরু করেন ডিসি সাউথ-ওয়েস্ট নীলাঞ্জন বিশ্বাস ৷
advertisement
advertisement
এদিকে এর আগে ঠিক সন্ধ্যা সাড়ে ছটার সময় সরগরম হয়ে ওঠে কলকাতা ৷  এক নয় দুই নয়, একসঙ্গে ১৪ জন শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার হল কলকাতার হরিদেবপুর থেকে ৷
পাঁচিল ঘেরা পরিত্যক্ত  জমিতে ১৪ শিশুর দেহ উদ্ধার ঘিরে এলাকায় দারুণ চাঞ্চল্য তৈরি হয়েছে৷  ঘটনাটি  রাজা রামমোহন সরণির ৷ বস্তাবন্দি অবস্থায় ছিল দেহগুলি ৷
advertisement
পরিত্যক্ত হিসেবে এলাকায় জমিটি পরে থাকলেও এই জমিটি এখন বালাসেরিয়া গ্রুপের ৷ ৭২ কাঠার বিশাল জমিতে শুরু হয়েছিল প্রোমোটিং ৷ সেখানেই কাজের সময় এই দেহগুলি উদ্ধার হয় ৷ জমির মালিকদের সঙ্গে কথা বলছে পুলিশ ৷ উদ্ধার হওয়া দেহগুলির পোস্টমর্টেম করা হবে পুলিশের পক্ষ থেকে জানা গেছে ৷
advertisement
জঙ্গল পরিষ্কার করতেই মেলে একের পর  এক দেহ ৷  ঘটনাস্থলে পুলিশ কমিশনার, মেয়র ৷ তদন্ত করতে পৌঁছে গেছেন  লালবাজারের গোয়েন্দারা ৷ ওই জমিতে আরও দেহ থাকার আশঙ্কা করা হচ্ছে ৷  কীভাবে ভ্রূণ বা একেবারে সদ্যোজাত দেহগুলি এল তা নিয়ে স্থানীয় নার্সিংহোম গুলির সঙ্গেও কথা হয় ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভ্রূণ কোথায় শুধুই তো ব্যান্ডেজ, এক ঘণ্টায় ভোলবদল কলকাতা পুলিশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement