Kolkata Nor'westers 2022: ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখীতে লণ্ডভণ্ড কলকাতা, একাধিক রাস্তায় গাছ পড়েছে, বিঘ্ন ট্রেন-মেট্রো পরিষেবা

Last Updated:

বিকেল ৪:২৯ মিনিটে বয়ে যায় কালবৈশাখী ঝড়, গতিবেগ ছিল ঘন্টায় ৯০ কিলোমিটার

#কলকাতা: শনিবার বিকেলে কলকাতায় কালবৈশাখী। বিকেল ৪:২৯ মিনিটে বয়ে যায় কালবৈশাখী ঝড়, গতিবেগ ছিল ঘন্টায় ৯০ কিলোমিটার। কালবৈশাখীর ঝড়ে শহরের একাধিক জায়গায় ভেঙে পড়ে গাছ। প্রভাব পড়ে কলকাতা মেট্রো পরিষেবায়। লাইনে গাছ পড়ে বন্ধ টালিগঞ্জ থেকে কবি সুভাষ মেট্রো চলাচল। তবে, দমদম থেকে কবি সুভাষ মেট্রো চলছে।
কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিট নাগাদ মহানায়ক উত্তম কুমার ও নেতাজি মেট্রো স্টেশনের ঠিক মাঝখানে গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু ছিল। তবে ঘণ্টা খানেকের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়ে যায়।
ঝোড়ো হাওয়ার দাপটে শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। কলকাতা পুরসভা সূত্রে খবর, আলিপুরে জাতীয় গ্রন্থাগারের কাছে বেলভেডিয়ার রোড, কুইন্স পার্কের কাছে এ টি চৌধুরী এভিনিউ, লেক গার্ডেন্স উ়ড়ালপুলের কাছে বোরোজ রোড, এসপ্ল্যানেড রো, লাউডন স্ট্রিট, টালিগঞ্জ রোড মোড়ের কাছে আর বি অ্যাভিনিউ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে হাসপাতাল রোড, হেয়ার স্ট্রিটের কাছে স্ট্র্যান্ড রোডের মতো জায়গায় একাধিক গাছ উপড়ে পড়েছে। আলিপুরে গাছ পড়ে আহত এক যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে, কালবৈশাখীর জেরে বৌ-বাজারে মেট্রোর কাজ বন্ধ রাখা হয়। হাওড়া ডিভিশনের বেলুড়, ডানকুনি, কামারকুন্ডু, ভট্টনগরে ওভারহেড পাওয়ার অফ হয়ে যায় । ঝড়ের জেরে গাছ উপড়ে পড়ে শেওড়াফুলি, ব্যান্ডেল, কামারগাছির রেল লাইনে। শিয়ালদহ- বজবজ চক্ররেলের পাওয়ার অফ রাখা হয়েছে। শিয়ালদহ উত্তর শাখায় একাধিক জায়গায় বিঘ্ন ট্রেন চলাচল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Nor'westers 2022: ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখীতে লণ্ডভণ্ড কলকাতা, একাধিক রাস্তায় গাছ পড়েছে, বিঘ্ন ট্রেন-মেট্রো পরিষেবা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement