কেমন আছেন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় ? জানালেন এনআইকে-র চিকিৎসক
Last Updated:
#কলকাতা: ভাল আছেন এনআরএসে আক্রান্ত জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়, এমনটাই জানালেন এনআইকে-র চিকিৎসকেরা। চিকিৎসকের মতে, 'পরিবহ আতঙ্কে ভুগছেন, নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে, নতুন কোনও সমস্যা পাওয়া যায়নি।' পরিবহের স্বাস্থ্য, বিশেষ করে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি নিয়ে উদ্বিগ্ন ছিলেন জুনিয়র ডাক্তাররা।
অন্যদিকে, সরকার ও জুনিয়র ডাক্তারদের বৈঠকে জটিলতা রয়েই গেল। সংবাদমাধ্যমের লাইভ টেলিকাস্ট করার সিদ্ধান্তে অনড় রইলেন জুনিয়র ডাক্তাররা। কালই তাঁরা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যেকোনও জায়গায় আলোচনায় রাজি। তবে দুটি নতুন শর্তও দিয়েছিলেন আন্দোলনকারীরা। বৈঠকে সংবাদমাধ্যমকে থাকতে দিতে হবে। থাকবেন প্রতিটি মেডিক্যাল কলেজের প্রতিনিধি। তবে সংবাদমাধ্যমকে রাখার শর্ত বাতিল করে দেয় প্রশাসন। আজ আন্দোলনকারীরা ফের স্পষ্ট করলেন, সংবাদমাধ্যমের উপস্থিতিতেই আলোচনা চান তাঁরা।
advertisement
গত সোমবার রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর পরিবারের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এনআরএস হাসপাতাল। জখম জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। প্রতিবাদে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। গত ৫ দিন ধরে স্তব্ধ রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবা।
advertisement
এনআরএসের পাশে আইএমএ। কর্মবিরতি আইএমএ-র, দুর্ভোগে রোগীরা। এনআরএসে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে সমর্থন বিভিন্ন চিকিৎসক সংগঠনের। দেশজুড়ে হাসপাতালের আউটডোর পরিষেবা একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত। শুধু সরকারি হাসপাতাল নয়, বন্ধ থাকবে বেসরকারি হাসপাতালের আউটডোরও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2019 11:49 AM IST