Kolkata News: 'টোপ' ফেলে প্রতারক পাকড়াও! খাস কলকাতায় সরকারি অফিসেই রমরমিয়ে জালিয়াতি চক্র? সতর্ক থাকুন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Kolkata News: সরকারি অফিসে দালালদের অবলীলায় বিচরণ সাধারণ মানুষের কাছে ধোঁয়াশা তৈরি করে। তাদের প্রতিটি টেবিলে অফিসারদের কাছে যাওয়া এবং আচার-আচরণ মানুষকে বিশ্বাস জুগিয়ে ফেলে। সেই বিশ্বাসে ঠকে, ওই অফিসে যাওয়া সাধারণ মানুষ। ঠকলেই সামনে আসে আসল কাহিনী।
ডালহৌসির 23এ বিল্ডিংএর দশ তলায় ডাইরেক্টরেট অফ স্টাম্প রেভিনিউ ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে শান্তনু চক্রবর্তী নামে এক ব্যক্তি নিজেকে রেজিস্টার(ADSR)বলে পরিচয় দিতেন। তিনি বিভিন্ন মানুষের জমি রেজিস্ট্রি করিয়েছিলেন। যার প্রত্যেকটি জাল দলিল।সেই দলিলে সরকারি সিল এবং ডিজিটাল সই প্রত্যেকটি জাল।
advertisement
advertisement
সুমিত বিশ্বাস এবং সারঙ্গম চক্রবর্তী নামের দুই আইনজীবী নজরে আসে এটি। তাঁরা জমি রেজিস্ট্রি করিয়ে জানতে পারে দলিলগুলি জাল। পরবর্তী সময়ে বিভিন্নভাবে শান্তনু চক্রবর্তীকে খোঁজ করলেও নাগালে পাচ্ছিল না তারা। সুমিত এবং সারঙ্গম দুজনে আরেকটি জমি রেজিস্ট্রি টোপ দেয় শান্তনুকে। এরপরে এদের প্রত্যেককে ডালহৌসির ওই অফিসে যাবার জন্য বলে শান্তনু। কিন্তু এর পরেই মোবাইলের সুইচটি বন্ধ করে দেয় প্রতারক শান্তনু।
advertisement
তখনই সুমিতরা অন্য একজনকে দিয়ে ফোন করায় রেজিস্ট্রির জন্য। তাকে শান্তনু জানায় ২৩এ ডালহৌসিতে তার অফিসে যেতে বলে। সেই কথামতো শান্তনু, সারঙ্গম ও তার এক মহিলা সহকর্মী আইনজীবী সেখানে গিয়ে পৌঁছন। গিয়ে দেখেন শান্তনু চক্রবর্তী নিজের অফিসের মতো করে ওই অফিসে ঘোরাফেরা করছেন। তারপরে সবাই জানতে পারে শান্তনু চক্রবর্তী একজন প্রতারক এবং দালাল মাত্র।
advertisement
এরপর কাল বিলম্ব না করে প্রায় সঙ্গে সঙ্গেই ওই আইনজীবীরা কলকাতা পুলিশের লাল বাজারের ১০০ নম্বরে ডায়াল করে। মুহূর্তের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। শান্তনু চক্রবর্তীকে আটক করে নিয়ে যায় হেয়ার স্টেট থানাতে। সেখানে জিজ্ঞাসাবাদের পর শান্তনু তার অপরাধের কথা স্বীকার করে। অভিযোগ নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু করেছে। প্রতিক্ষেত্রে প্রকৃত স্ট্যাম্প পেপার ও স্ট্যাম্প ব্যবহার করেছে। অভিযোগকারীদের বক্তব্য, এই শান্তনু চক্রবর্তী একা নয়। এর সঙ্গে আরও অনেকে জড়িয়ে রয়েছে বলে অনুমান। অভিযোগকারীদের বক্তব্য,পুলিশ সঠিক তদন্ত করে বিষয়টিকে সামনে আনুক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2022 11:47 AM IST