আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

Last Updated:

Kolkata News: ব্যস্ত কাজের দিনে শহরের ঘিঞ্জি এলাকায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সকাল সকাল আগুন লেগে যায় লালবাজার এলাকার স্পেয়ার পার্টসের গোডাউনে। ইতিমধ্যেই দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে।

লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড
লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড
কলকাতা: ব্যস্ত কাজের দিনে শহরের ঘিঞ্জি এলাকায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সকাল সকাল আগুন লেগে যায় লালবাজার এলাকার স্পেয়ার পার্টসের গোডাউনে। ইতিমধ্যেই দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে।
সকাল ১০:৪০ নাগাদ দমকলের কাছে খবর আসে স্পেয়ার পার্টসের গোডাউনে আচমকা আগুন লেগেছে। খবর পেতেই দমকলের পাঁচটি ইঞ্জিন ইতিমধ্যেই ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকল বাহিনী।
advertisement
advertisement
এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। সূত্রের খবর, গোডাউনের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ ছিল আর তাতেই গোটা এলাকা ধোঁয়াতে ভরে গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গোডাউনটিতে প্রচুর রাসায়নিক পদার্থ মজুদ থাকতে পারে। এই ধরণের রাসায়নিক দাহ্য পদার্থের ধোয়া অত্যন্ত ক্ষতিকারক হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
advertisement
এই মুহূর্তে জোরকদমে আগুন নেভানোর কাজ চলছে। ফগ এক্সটেনশন মেশিন ব্যবহার করে ধোয়া বের করা হচ্ছে। আপাতত দমকলের ৫ ইঞ্জিন এখনও কাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমান নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। চলছে উদ্ধারকাজ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement