আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Kolkata News: ব্যস্ত কাজের দিনে শহরের ঘিঞ্জি এলাকায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সকাল সকাল আগুন লেগে যায় লালবাজার এলাকার স্পেয়ার পার্টসের গোডাউনে। ইতিমধ্যেই দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে।
কলকাতা: ব্যস্ত কাজের দিনে শহরের ঘিঞ্জি এলাকায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সকাল সকাল আগুন লেগে যায় লালবাজার এলাকার স্পেয়ার পার্টসের গোডাউনে। ইতিমধ্যেই দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে।
সকাল ১০:৪০ নাগাদ দমকলের কাছে খবর আসে স্পেয়ার পার্টসের গোডাউনে আচমকা আগুন লেগেছে। খবর পেতেই দমকলের পাঁচটি ইঞ্জিন ইতিমধ্যেই ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকল বাহিনী।
advertisement
advertisement
এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। সূত্রের খবর, গোডাউনের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ ছিল আর তাতেই গোটা এলাকা ধোঁয়াতে ভরে গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গোডাউনটিতে প্রচুর রাসায়নিক পদার্থ মজুদ থাকতে পারে। এই ধরণের রাসায়নিক দাহ্য পদার্থের ধোয়া অত্যন্ত ক্ষতিকারক হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
advertisement
এই মুহূর্তে জোরকদমে আগুন নেভানোর কাজ চলছে। ফগ এক্সটেনশন মেশিন ব্যবহার করে ধোয়া বের করা হচ্ছে। আপাতত দমকলের ৫ ইঞ্জিন এখনও কাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমান নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। চলছে উদ্ধারকাজ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 06, 2025 12:59 PM IST








