এক ঘরে বিকলাঙ্গ ভাই, অন্য ঘরে প্রাক্তন আইনজীবীর পচন ধরা দেহ! আঁতকে উঠল নেতাজিনগর

Last Updated:

মমতা দাস নামে এক প্রাক্তন আইনজীবীর মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়ায় শ্রী কলোনিতে।

নেতাজি নগরে দেহ উদ্ধার (প্রতীকী ছবি)
নেতাজি নগরে দেহ উদ্ধার (প্রতীকী ছবি)
#কলকাতা: শ্রী কলোনীতে বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে, প্রাক্তন আইনজীবীর মৃত্যুতে শোরগোল পড়ে যায় এলাকায় দিনভর। আলিপুর আদালতের প্রাক্তন আইনজীবী ওই মহিলা সংশ্লিষ্ট এলাকার একটি চারতলা আবাসনের এক তলায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মমতা দাস ও বয়স ৭০ বছর। শ্রী কলোনির ওই আবাসনে মমতা দাস ও তার ভাই থাকতেন বলে জানান স্থানীয়রা। দুইজনের সংসারে কোন সাড়া শব্দ পাওয়া যেত না খুব একটা। মাঝে মধ্যে খুব কম দেখা যেত মমতা দাসকে। জানা গিয়েছে, বৃদ্ধার ভাই শারীরিকভাবে বিকলাঙ্গ বহুদিন ধরে। তবে বেশ কিছু দিন ধরেই কোন সাড়া শব্দ বা দেখা পর্যন্ত যায়নি পেশায় প্রাক্তন আইনজীবী বৃদ্ধা মহিলাকে।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে অনলাইন নাম তোলার সময় ভাগ সংসদের, জেলা ও কলকাতার নিয়ম জানুন
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বৃহস্পতিবার সকালে মমতা দাসের ঘর থেকে দুর্গন্ধ পান তাঁরা। প্রথমে সেই গন্ধ খুব বেশি না থাকায় নজর পড়েনি অনেকের, তবে একটু দুপুরের দিকে দুর্গন্ধ আরও বেড়ে যায় ওই মমতা দাসের ঘর থেকে। স্থানীয় বাসিন্দাদের নজর পড়তেই বোঝা যায় গন্ধ ওই বন্ধ আবাসন থেকেই। এরপর কিছু সময়ের মধ্যেই খবর দেওয়া হয় নেতাজি নগর থানার পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই নেতাজি নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, বেশি কিছু সময় ডাকাডাকি করেও কোন উত্তর না মেলায় বাড়ির দরজা ভেঙে ওই বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: পতঞ্জলির সামগ্রী ব্যবহার করতে ভালোবাসেন? জানুন কোনগুলি সবচেয়ে জনপ্রিয়
এরপর মৃতদেহটি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। চিকিৎসকরা ওই পচা গলা দেহ দেখে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর দশেক আগে আইনজীবী পেশা থেকে অবসর গ্রহণ করেন মমতা দেবী, তারপরে ঘরেই থাকতেন বেশিভাগ সময়। পাশাপাশি, মৃতার ভাইকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, মৃতদেহটি বেশ কয়েকদিনের পুরনো। বৃদ্ধার ভাই শারীরিকভাবে বিকলাঙ্গ হওয়ায় দিদির মৃত্যুতে তিনি কোনও সাড়া দিতে পারেননি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এক ঘরে বিকলাঙ্গ ভাই, অন্য ঘরে প্রাক্তন আইনজীবীর পচন ধরা দেহ! আঁতকে উঠল নেতাজিনগর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement