পতঞ্জলির সামগ্রী ব্যবহার করতে ভালোবাসেন? জানুন কোনগুলি সবচেয়ে জনপ্রিয়
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রসঙ্গত, দেশের সবথেকে বড় এফএমসিজি সংস্থা তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলেছে পতঞ্জলি। আর ওই সংস্থার ৫০০টি পণ্যের মধ্যে পাঁচটি সেগমেন্টের পণ্যের বিক্রিবাটা সব থেকে বেশি।
#নয়াদিল্লি: মানুষ এখনও আয়ুর্বেদের উপরেই ভরসা রাখে। আর আয়ুর্বেদ প্রোডাক্ট বাছার ক্ষেত্রে অনেকেই পছন্দ করেন পতঞ্জলিকে। আসলে বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড প্রায় ৫০০টি পণ্য-সামগ্রী উৎপাদন করে। কিন্তু ওই সংস্থার এমন পাঁচটি পণ্যের সেগমেন্ট রয়েছে, যা সব থেকে বেশি মুনাফার মুখ দেখায়। প্রসঙ্গত, দেশের সবথেকে বড় এফএমসিজি সংস্থা তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলেছে পতঞ্জলি। আর ওই সংস্থার ৫০০টি পণ্যের মধ্যে পাঁচটি সেগমেন্টের পণ্যের বিক্রিবাটা সব থেকে বেশি। আর এখান থেকেই কোম্পানির প্রায় ৭০ শতাংশ আয় হয়। এক নজরে দেখে নেওয়া যাক, পতঞ্জলি কোম্পানির এই পাঁচটি সেগমেন্টের পণ্যের বিষয়ে।
ভোজ্য তেল:
পতঞ্জলির ভোজ্য তেলের বিক্রি সবথেকে বেশি। ২০১৯ সালে প্রায় ৪৩২০ কোটি টাকায় রুচি সোয়া রিটেল বিজনেস অধিগ্রহণ করেছিল পতঞ্জলি। এর পরে তাদের শেয়ারে রুচি সোয়া তেল এবং অন্যান্য ভোজ্য তেলের প্রোডাক্টও পোর্টফোলিওতে যোগ হয়েছে। রুচি সোয়া তেল ও পতঞ্জলির বিভিন্ন ভোজ্য তেলের বিক্রির মোট পরিমাণ ৩৫ শতাংশ। রুচি সোয়ার এখন নয়া নাম হয়েছে পতঞ্জলি ফুডস। যা পতঞ্জলি আয়ুর্বেদ-এর সাবসিডিয়ারি।
advertisement
advertisement
গরুর দুধের ঘি:
ভারতে গরুর দুধের খাঁটি ঘি খুবই জনপ্রিয়। আসলে আয়ুর্বেদ শাস্ত্র মতে, গরুর দুধ থেকে তৈরি ঘি খুবই উপকারী। অনেকেই অন্যান্য ঘিয়ের তুলনায় গরুর দুধের তৈরি খাঁটি ঘি-ই বেশি পছন্দ করেন। পতঞ্জলি আয়ুর্বেদের এই গরুর দুধের ঘিয়ের বিক্রি প্রায় ৩১ শতাংশ। রুচি সোয়া এবং কচ্চি ঘানি তেলের পর বিক্রিবাটার নিরিখে এটিই দ্বিতীয় স্থানে রয়েছে।
advertisement
আয়ুর্বেদিক ওষুধ:
পতঞ্জলির আয়ুর্বেদিক ওষুধ গোটা দেশেই জনপ্রিয়। করোনা মহামারীর সময় থেকে পতঞ্জলির আয়ুর্বেদিক ওষুধের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ভারতে ডাবর এবং ঝন্ডুর মতো জনপ্রিয় কোম্পানি থাকলেও পতঞ্জলি আয়ুর্বেদের ওষুধের বিক্রি অনেকটাই বেশি। বিগত বছর পতঞ্জলি আয়ুর্বেদ প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা করেছিল।
advertisement
কেশকান্তি শ্যাম্পু:
ভারতের শ্যাম্পুর বাজারে হিন্দুস্তান ইউনিলিভার সব থেকে বড় ব্র্যান্ড। অন্য দিকে বিভিন্ন ধরনের শ্যাম্পু লঞ্চ করেছে পতঞ্জলি। ভারতের গ্রামীণ অঞ্চলে পতঞ্জলি আয়ুর্বেদ-এর বিভিন্ন ধরনের শ্যাম্পু ভীষণই জনপ্রিয়।
সাবান:
শ্যাম্পুর পাশাপাশি ভারতের সাবানের বাজারেও হিন্দুস্তান ইউনিলিভার সব থেকে বড় ব্যান্ড। কিন্তু পতঞ্জলি আয়ুর্বেদ সাবানের ব্যবসাতেও নিজেদের এগিয়ে নিয়ে চলেছে। পতঞ্জলির হার্বাল সাবান খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই সাবান বছরে প্রায় ৬০০ কোটি টাকার ব্যবসা করে। ভারতের সাবানের বাজারে হিন্দুস্তান ইউনিলিভার ছাড়াও গোদরেজ এবং আইটিসি-র মতো বড় কোম্পানি রয়েছে।
advertisement
চার কোম্পানির আইপিও:
বাবা রামদেবের পতঞ্জলি গ্রুপ আগামী দিনে চারটি কোম্পানির আইপিও আনতে চলেছে। এই প্রসঙ্গে বাবা রামদেব জানিয়েছেন যে, পতঞ্জলি গ্রুপের সেই চারটি কোম্পানি হল পতঞ্জলি আয়ুর্বেদ, পতঞ্জলি মেডিসিন, পতঞ্জলি ওয়েলনেস এবং পতঞ্জলি লাইফস্টাইল।
পতঞ্জলির ব্যবসা:
২০২২ এর একটি রিপোর্ট অনুসারে, পতঞ্জলি সংস্থার আয় বিগত আর্থিক বছরের তুলনায় ৯৮১০ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১০৬৬৪ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। কিন্তু আর্থিক বছর ২০২২-এ কোম্পানির মুনাফা বিগত আর্থিক বছরের তুলনায় ৭৪৫ কোটি টাকা কম হয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2022 10:58 AM IST