Kolkata News: পরতে পরতে বৈদ্যুতিক তার ঝুলছে রাজাবাজারের গলিতে! পরিদর্শন করলেন পুর-সিইএসসি কর্তারা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
#কলকাতা: হরিদেবপুরে এক বালকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নিয়ে হাজারো প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আসার আগেই শহরে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক কিশোরের। এবার নারকেলডাঙা থানা এলাকার রাজাবাজার। অভিযোগ, বৃষ্টির মধ্যে কলকাতা পুরসভার ল্যাম্প পোস্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে রাজা রাজ নারায়ণ স্ট্রিটের বছর ১৩-র মহম্মদ ফয়জন। আর মৃত্যু নিয়ে ফের একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার পরেই রাতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল পুরসভার আলো, নিকাশি ও সিভিল বিভাগের ইঞ্জিনিয়াররা। তাদের প্রাথমিক অনুসন্ধান, ঘটনাস্থলে পাম্প ব্যবহারের জন্য ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তার থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও এই দাবি মানতে নারাজ নিহত কিশোরের পরিবার। তাঁদের অভিযোগ, পুরসভার ল্যাম্প পোস্ট থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই কিশোরের।
advertisement
কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে পুরসভা, সিইএসসির আধিকারিকরা। ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। যান স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুর্ভাগ্যজনক। তদন্ত করে দেখা হচ্ছে কী কারণে এই ঘটনা ঘটল।
advertisement
advertisement
যদিও ঘটনার পর থেকেই এলাকার বাসিন্দাদের একাংশ বিদ্যুৎ চুরির অভিযোগ করছেন। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ চুরি হওয়ার জন্য এলাকায় এমন বৈদ্যুতিক তারের ছড়াছড়ি। এলাকায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে বৈদ্যুতিক তার। শুধু তাই নয় নজরদারির অভাবে বিপজ্জনক অবস্থাতেই তা ঝুলছে। এলাকাবাসীর একাংশ জানিয়েছে পাম্পের সাহায্যে জল তোলার জন্য এই বিদ্যুৎ সংযোগ। কিন্তু সেই সংযোগেই পরতে পরতে লুকিয়ে বিপদ।
advertisement
কোথাও তার কাটা, জুড়ে দেওয়া হয়েছে, কোথাও আবার ভাঙা প্লাগেই চলছে পাম্প। এমনকি জলের কলের উপরেই বৈদ্যুতিক সংযোগ, যা বিপদের সংকেত বলেই মানছেন এলাকাবাসী। কিন্তু তারপরেও হুঁশ নেই অনেকের। হরিদেবপুরের ঘটনার সপ্তাহ না ঘুরতেই আরও কিশোরের মৃত্যু নিয়ে ফের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুরসভা, সিইএসসি সকলকেই। এমনকি এলাকার এমন অবস্থা জেনেও কেন কোনও ব্যবস্থা আগে নেওয়া হল না তা নিয়েও এলাকারই একাংশ প্রশ্ন তুলেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2022 3:23 PM IST