নখের মধ্যে অনেকেরই দাগ থাকে। বিশেষ করে নখে সাদা দাগ থাকলে বুঝতে হবে শরীরে ভিটামিন ও মিনেরালের অভাব আছে। অথবা নখে আঘাত লাগলেও এই ধরনের দাগ দেখা যায়। আবার অ্যালার্জির প্রতিক্রিয়া হিসেবেও নখে এই ধরনের দাগ দেখা যেতে পারে।
2/ 8
আজকাল বিভিন্ন পদ্ধতিতে নখে ম্যানিকিওয়র করা হয়। এর থেকেও নখে এমন সাদা দাগ দেখা যায়। তবে কিছু ক্ষেত্রে শরীরে অন্য কোনও জটিল সমস্যা বা কার্ডিওভাসকুলার রোগ থাকলেও নখে দাগ দেখা যায়।
3/ 8
নখের রংয়ে হঠাৎ কোনও বদল দেখলেই সতর্ক হওয়া উচিত। কারণ নখ দেখেই একজন মানুষের স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া যায়।
4/ 8
শুধু নখের খয়ে যাওয় বা সাদা দাগই নয়। অনেক সময়ে নখে কালো অথবা বাদামি রঙের ছোপ দেখা যায়। অনেক সময়ে দেখে মনে হতে পারে, নখের নীচে রক্ত জমাট বেঁধেছে। এমন হলে অবশ্য়ই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
5/ 8
অনেক সময়ে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও এমন হতে পারে। অথবা সত্যিই রক্ত জমাট বেঁধে কালো দাগ দেখা যেতে পারে। কিন্তু এছাড়াও কিছু গুরুতর সমস্যা দেখা যেতে পারে নখে এমন কালো দাগ দেখা গেলে।
6/ 8
হাত বা পায়ের নখে যদি এই কালো দাগ দেখা যায় তাহলে সাবধান হোন। কারণ আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মোটলজি বলছে, নখে এমন দাগ থাকা ত্বকের ক্যানসারের উপসর্গ। মেলানোমা একটি কঠিন ধরনের ক্যানসার। এটির অন্যতম উপসর্গ নখে কালো দাগ।
7/ 8
শরীরে কোনও অবাঞ্ছিত ত্বক তৈরি হলে তা নিয়ে সতর্ক করা হয়। কিন্তু নখের নীচেও ক্যানসার বাসা বাঁধতে পারে। আরও কিছু উপসর্গ আছে ত্বকের ক্যানসারের।
8/ 8
যেমন দুর্বল নখ, প্রায়ই নখের আশপাশ থেকে রক্ত বের হওয়া, নখের চারপাশের ত্বকের রং বদলানো, নখ থেকে পূঁজ বেরনো। এটি ফেলে রাখলে শরীরে ক্যানসার ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না।