Kolkata Metro Problem: স্টেশনে ঢোকার মুখে ৫৪ মিনিট দাঁড়িয়ে মেট্রো! সপ্তাহের প্রথম দিনই চরম দুর্ভোগ, নাকাল যাত্রীরা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sudipta Sen
Last Updated:
এই ঘটনার জেরে ব্যস্ত সময়ে ফের বিপর্যস্ত হয়ে পড়ে মেট্রো পরিষেবা৷ মহানায়ক উত্তমকুমার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে প্রায় দু ঘণ্টা ধরে বন্ধ থাকে মেট্রো চলাচল৷
এই ঘটনার জেরে ব্যস্ত সময়ে ফের বিপর্যস্ত হয়ে পড়ে মেট্রো পরিষেবা৷ মহানায়ক উত্তমকুমার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে প্রায় দু ঘণ্টা ধরে বন্ধ থাকে মেট্রো চলাচল৷ ব্যস্ত সময়ে মেট্রো ধরতে এসে নাকাল হন অফিসযাত্রীরা৷ স্টেশনগুলিতে উপচে পড়ে ভিড়৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে ভিড় এড়াতে টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি স্টেশনে৷
advertisement
কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়ার পর থেকেই মেট্রোর ব্লু লাইনে দুর্ভোগ বেড়েছে৷ নোয়াপাড়া-বিমানবন্দর পরিষেবা শুরু হওয়ার পর সেই দুর্ভোগ আরও বেড়েছে বলে অভিযোগ যাত্রীদের৷ প্রায় প্রতিদিনই মেট্রোয় কোনও না কোনও সমস্যা হচ্ছে৷ বিশেষত অফিস টাইমে পরিষেবা ভেঙে পড়ছে বলে অভিযোগ যাত্রীদের৷
advertisement
এ দিনও সকালবেলার এই বিভ্রাটের জেরে অফিস টাইমে নির্দিষ্ট সময়ে ট্রেন চালাতে পারেননি মেট্রো কর্তৃপক্ষ৷ অধিকাংশ স্টেশনেই ভিড়ের চাপে মেট্রোর দরজাও বন্ধ হতে বাড়তি সময় লাগে৷ বিভ্রাট, সমস্যা মিটিয়ে মেট্রো আদৌ পুরনো ছন্দে ফিরতে পারবে কি না, তা নিয়েই এখন সন্দিহান যাত্রীরা৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে !
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 10:22 AM IST