Kolkata Metro: মাটির নিচে সুরঙ্গে গভীর সমস্যা, ৮০ কিমি স্পিডে চলার কথা মেট্রোর চলছে ৫৫ কিমি-তে, সেন্ট্রাল মেট্রো থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত হবে বিরাট বদল
- Published by:Pooja Basu
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মেট্রো সূত্রে খবর, মাটির তলায় মেট্রোর লাইন দিয়ে এক একটি রেক ৮০ কিমি প্রতি ঘণ্টা বেগে চালানো যায়, কিন্তু ভিতরের অবস্থা খুব একটা অনুকূল না হওয়ায় রেকের গতি ৫৫ কিমি প্রতি ঘণ্টার বেশি ওঠানো হয় না।
কলকাতা: কলকাতা মেট্রোর বেহাল দশা পরিকাঠামোগত কাজ শুরু করতে চায় রেল৷ অবশেষে টেন্ডার ডাকল মেট্রো কর্তৃপক্ষ। সুড়ঙ্গ, ট্র্যাক, স্টেশন, ভেন্টিলেশন শ্যাফট সহ যাবতীয় পরিকাঠামোর কাজ হবে। সম্প্রতি RITES তাদের সমীক্ষা রিপোর্ট জমা দিয়েছে।সেখানেই স্টেশন ভিত্তিক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন অবধি এই কাজ হবে।
যে সংস্থা টেন্ডার পাবে, তাদের নয় মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।স্টেশনগুলির বেহাল অবস্থা নিয়ে রাইটসের প্রাথমিক রিপোর্ট জমা পড়তেই তড়িঘড়ি টেন্ডার ডেকেছে মেট্রো ভবন। যেখানে সেন্ট্রাল থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত প্ল্যাটফর্ম, মেট্রো ট্র্যাক বা রেললাইন, এসি ভালভ-সহ যাবতীয় পরিকাঠামো রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
advertisement
আরও পড়ুনCyber Fraud: কোটি কোটি টাকা নয়ছয়, লোভে ফাঁদ দিতেই ব্যাঙ্ক থেকে গায়েব সবকিছু, পথে বসলেন যুবক
advertisement
মেট্রো সূত্রে খবর, রাইটসের তরফে যে রিপোর্ট জমা পড়েছে, সেখানে তিনটি বিষয়কে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এক, মেট্রোর লাইন বা ট্র্যাক, দ্বিতীয়টি হল ডি-ওয়ালসহ মাটির নিচে সুড়ঙ্গের বর্তমান অবস্থা, আর তৃতীয়টি হল প্ল্যাটফর্ম এবং পিলার। মেট্রো সূত্রে খবর, মাটির তলায় মেট্রোর লাইন দিয়ে এক একটি রেক ৮০ কিমি প্রতি ঘণ্টা বেগে চালানো যায়, কিন্তু ভিতরের অবস্থা খুব একটা অনুকূল না হওয়ায় রেকের গতি ৫৫ কিমি প্রতি ঘণ্টার বেশি ওঠানো হয় না।
advertisement
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জাানিয়েছেন, কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা RITES এর রিপোর্ট অনুযায়ী কাজ করা হবে। বিশেষজ্ঞরা বিভিন্ন স্টেশন ভিত্তিক রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্ট দেখেই কাজ করা হবে। আগামী এক বছরের মধ্যেই এই কাজ শেষ করা হবে। যাবতীয় বিষয় খতিয়ে দেখেই কাজ হচ্ছে। পরিকাঠামোগত অবস্থা খতিয়ে দেখা হয়েছে। তার ভিত্তিতেই এই কাজ হচ্ছে।
advertisement
রাইটসের রিপোর্টে বলা হয়েছে, মাটির নিচে সুড়ঙ্গ থেকে একাধিক প্ল্যাটফর্মের আমূল সংস্কার প্রয়োজন। মোট খরচ ধরা হয়েছে ৮৯ লক্ষ ৭৫ হাজার ৫০ টাকা। সময়সীমা ন’মাস। এই সময়সীমার মধ্যেই সব কাজ শেষ করতে হবে বলে মেট্রোর তরফে টেন্ডারে জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 4:07 PM IST