অফিস থেকে বাড়ি ফেরার পথে চূড়ান্ত দুর্ভোগ...অচল রইল মেট্রো, বাড়ল ভোগান্তি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
আবারও মেট্রো বিভ্রাট দেখা দিল(দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ) ব্লু লাইনে । দুপুর থেকে ওই লাইনে কোনও মেট্রোই আপাতত কবি সুভাষ স্টেশন মেট্রো পর্যন্ত চলছে না।
কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই অফিসের ব্যস্ত সময়ে ভুগতে হল যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির কারণে আরও একবার সমস্যার মুখে পড়ল কলকাতা মেট্রো। আবারও মেট্রো বিভ্রাট দেখা দিল(দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ) ব্লু লাইনে । দুপুর থেকে ওই লাইনে কোনও মেট্রোই আপাতত কবি সুভাষ স্টেশন মেট্রো পর্যন্ত চলছে না। যাত্রাপথ সংক্ষিপ্ত করে মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে। আবার সেখান থেকেই রেক ঘুরিয়ে ফেরানো হচ্ছে দক্ষিণেশ্বরে।
advertisement
মেট্রো সূত্রে জানা গিয়েছে, ব্লু লাইনে সোমবার সকাল থেকে তেমন কোনও সমস্যা ছিল না । কিন্তু, পরিস্থিতি বদলায় দুপুরের পর থেকে। দুপুরের পর থেকেই সমস্যা দেখা দেয়। এরপরেই ঘোষণা করা হয় , কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রথমে ওই সময়ে দু’-একটি মেট্রো বাতিল করার সিদ্ধান্তও নেন কর্তৃপক্ষ। এরপরেই ব্লু লাইনে মেট্রোর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। মেট্রোর তরফে জানানো হয়, দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরামের (কবি সুভাষের আগের স্টেশন) মধ্যে মেট্রো চলাচল করবে।
advertisement
advertisement
মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘‘ইঞ্জিনিয়ারিংগত ত্রুটির জন্য কবি সুভাষে কোনও মেট্রো নিয়ে যাওয়া যাচ্ছে না। দুপুর পৌনে ১টা থেকে সমস্যা দেখা দিয়েছে। যখনই সম্পূর্ণ পথে মেট্রো চালানো সম্ভব হবে, জানিয়ে দেওয়া হবে।’’ মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্লু লাইনে কবি সুভাষের আপ স্টেশনে কয়েকটি পিলারে ফাটল দেখা দেয়। মনে করা হচ্ছে, কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে ওই ফাটল সৃষ্টি হয়ে থাকতে পারে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে।
advertisement
তবে কত ক্ষণে সম্পূর্ণ পথে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। সমস্যা সমাধানের চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে সমস্যা হলেও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবায় কোনও সমস্যা নেই। অর্থাৎ, হেমন্ত মুখোপাধ্যায় (রুবি এলাকা) থেকে কবি সুভাষ পর্যন্ত সময়সূচি মেনেই মেট্রো চলছে।
advertisement
কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল না-করায় সমস্যায় পড়েছেন অফিসফেরত যাত্রীরা। অনেকেই বিভিন্ন জায়গা থেকে মেট্রোয় চেপে কবি সুভাষ যান। সেইসব যাত্রীদের বড় ভরসা এই মেট্রোপথ। সেই পথ হঠাৎ অচল হয়ে পড়ায় বিপাকে পড়েছেন তাঁরা। একে বৃষ্টির দাপট তারপর এই মেট্রোর থমকে যাওয়া যেন কষ্টের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 8:25 PM IST