Kolkata Metro: আশায় জল! নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো ছুটবে ২০২৫, জমি জটের কারণে ধীর হল কাজ

Last Updated:

Kolkata Metro: নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই লাইনের প্রথম দফা অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত লাইন একেবারে প্রস্তুত।

নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো ছুটবে ২০২৫। প্রতীকী ছবি
নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো ছুটবে ২০২৫। প্রতীকী ছবি
কলকাতাঃ দীর্ঘদিন ধরেই প্রস্তুত হয়েও যাত্রী পরিষেবা শুরু করা যায়নি কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই লাইনের প্রথম দফা অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত লাইন একেবারে প্রস্তুত। তবে, এখনই চালু করা যাচ্ছে না অরেঞ্জ লাইন। জমি জটের কারণেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ জনস্বার্থে নয়া উদ‍্যোগ ফিরহাদ হাকিমের! ‘টক টু মেয়রে’ এবার থাকবে বোরো কর্তারাও
রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড সূত্রের খবর অনুসারে, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর প্রজেক্ট পিছিয়ে গেল আরও এক বছর। জমি জটের কারণে ২০২৫ সালের জানুয়ারি মাসের আগে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে। ২০২১-এ শুরু হওয়া প্রকল্পের কাজ দেরি হওয়ার মূল কারণ নিউটাউন এবং ভিআইপি রোডের কাছে জমির সমস্যা।
advertisement
advertisement
রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড বা RVNL সমস‍্যায় পড়ছে হজ হাউস থেকে কৈখালী ক্রসিং পর্যন্ত ৪৫০ মিটার জায়গা এবং চিনার পার্ক থেকে হলদিরাম পর্যন্ত ৩৪ মিটার জায়গা নিয়ে। চলতি বছরের নভেম্বরে প্রথম অংশটিতে কাজ করার জন্য জায়গা ছেড়ে দেওয়া হয়। তবে চিনার পার্কের কাছে ট্রাফিকের চাপ থাকার জন্য জায়গা খালি পাওয়ার ব্যাপারে অনুমতি পাওয়া যাচ্ছিল না পুলিশের। অগাস্টের ৬ তারিখ অবশেষে ওই অংশে কাজের ছাড়পত্র পাওয়া যায়। তবে হজ হাউস থেকে কৈখালী পর্যন্ত ২১টি মেট্রোর স্তম্ভ নির্মাণ করতে হবে। যার জন্য রাতে পাঁচ ঘণ্টা ট্রাফিক ব্লক রেখে এই কাজ চলবে। যে কাজের ছাড়পত্র মিলেছে কয়েকদিন আগে। সবমিলিয়ে পিছিয়ে গেল কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: আশায় জল! নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো ছুটবে ২০২৫, জমি জটের কারণে ধীর হল কাজ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement