Kolkata Metro: একদিকে মেট্রোর নতুন প্রকল্প উদ্বোধন করবেন মোদি, অন্যদিকে বউবাজারে ঘটতে চলেছে 'বড়' ঘটনা! অস্বস্তিতে পড়বে বিজেপি? কী ঘটবে জানেন!

Last Updated:

Kolkata Metro: বউবাজারে দূর্গা পিতুরী লেনে ঢোকার মুখেই মঞ্চ বেঁধে হবে এই কর্মসূচী। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

* একদিকে উদ্বোধন, অন্যদিকে অবস্থান
* একদিকে উদ্বোধন, অন্যদিকে অবস্থান
কলকাতা: একদিকে আজ কলকাতা মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন। অন্যদিকে আজই ধরনা অবস্থানে বসতে চলেছেন বউবাজারের গৃহহীনরা। শুক্রবার বিকেল তিনটে থেকে তারা এই অবস্থান কর্মসূচী চালাবে। যারা এখনও বাড়ি ফেরত পাননি। কবে পাবেন জানেন না, তারা এই অবস্থানের ডাক দিয়েছেন। বউবাজারে দূর্গা পিতুরী লেনে ঢোকার মুখেই মঞ্চ বেঁধে হবে এই কর্মসূচী। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বউবাজারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত চব্বিশটি বাড়ি নতুন করে তৈরি করে দেবে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু সেটা কবে? কেএমআরসিএল জানিয়েছে, তাদের টার্গেট ২০২৭-এর মধ্যে ২৪টি বাড়ি তৈরি করে দেওয়া। তিল তিল করে তৈরি বাড়ি, দিনের ক্লান্তি শেষে বিশ্রামের ঠিকানা। একটুকরো আশ্রয়। কত স্মৃতি। সেসব চোখের সামনে শেষ হয়ে গিয়েছিল। ২০১৯ থেকে ২০২২। বউবাজারে মেট্রোর কাজে বারবার বিপর্যয়। কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত। অনেক বাড়ি পুরোপুরি শেষ। এই সব বাড়ি, ২০২৭ সালের মধ্যে ফেরানোর টার্গেট নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন:আমি চলে যাচ্ছি’, মোদির কলকাতা সফরের দিনই নিজের জায়গা ‘ছেড়ে’ দিলেন দিলীপ ঘোষ! কোথায় গেলেন জানেন, শুনে চমকে যাবেন
advertisement
কেএমআরসিএল সূত্রে খবর, মেট্রোর কাজে বউবাজারে ২১টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে। ৩টি বাড়ি মেট্রোর কাজের জন্য ভেঙে ফেলা হয়। এই ২৪টি বাড়ি নতুন করে তৈরির কাজ চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তার মধ্যে ১৬-টি বাড়ি তিনতলা, পাঁচটি বাড়ি চারতলা। তিনটি বাড়ি দোতলা, ফ্ল্যাট বা আবাসন নয়, তৈরি করে দেওয়া হবে বাড়ি। নতুন ২৪টি বাড়ি তৈরি হচ্ছে পুরোনো নকশাতেই। এতে মেট্রোর খরচ হবে ২৭ কোটি টাকা। আংশিক ক্ষতিগ্রস্ত ১৫টি বাড়ি সংস্কারও শুরু হয়েছে। এতে খরচ ৬ কোটি টাকা। মোট ৭৪টি পরিবার তাঁদের ঠিকানা ফিরে পাবে।
advertisement
বাড়ি ফিরে পাব, ফিরে পাব, কবে থেকেই তো শুনছি। কিন্তু বাড়ি ফিরে পাচ্ছি কই। এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছিল। সব কিছু মাটিতে মিশে গেছে। আর বছর বছর শুনে যাচ্ছি বাড়ি ফেরত পাব। কার্যত কিছুটা অধৈর্য্য হয়েই বললেন বউবাজারের বাসিন্দা অসীমকুমার বড়াল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: একদিকে মেট্রোর নতুন প্রকল্প উদ্বোধন করবেন মোদি, অন্যদিকে বউবাজারে ঘটতে চলেছে 'বড়' ঘটনা! অস্বস্তিতে পড়বে বিজেপি? কী ঘটবে জানেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement