Kolkata Metro: শীঘ্রই চালু হবে ইস্ট ওয়েস্টের ধর্মতলা-শিয়ালদহ অংশের মেট্রো, খিদিরপুরে জমিজট নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রো অর্থাৎ হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো রুটের বউবাজার-শিয়ালদহ অংশ ইতিমধ্যেই জুড়ে দেওয়া হয়ে গিয়েছে। খুব দ্রুতই ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। জানালেন কলকাতা মেট্রো রেলের জিএম পি উদয় কুমার রেড্ডি।
ইস্ট-ওয়েস্ট মেট্রো অর্থাৎ হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো রুটের বউবাজার-শিয়ালদহ অংশ ইতিমধ্যেই জুড়ে দেওয়া হয়ে গিয়েছে। খুব দ্রুতই ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। জানালেন কলকাতা মেট্রো রেলের জিএম পি উদয় কুমার রেড্ডি।
ইস্ট ওয়েস্ট মেট্রোর ধর্মতলা এবং শিয়ালদহের অংশ জোড়া না থাকার কারণে দীর্ঘ দিন ধরেই অসুবিধার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। এবার সেই সমস্যা মিটতে পারে।
advertisement
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মেসেজ ও রিল্যাক্স চেয়ারের উদ্বোধন করলেন কলকাতা মেট্রোর জিএম। এর আগে হাওড়া মেট্রো স্টেশনে ডিজি লকারের উদ্বোধন করেন তিনি।
advertisement
এদিন তিনি সাংবাদিকদের জানান, মেট্রোরেল শহর জুড়ে সম্প্রসারণ চলছে এবং তার কাজ খুব দ্রুতই চলছে। ইতিমধ্যেই এরই সঙ্গে সিআরএস-এর জন্য এয়ারপোর্ট মেট্রো স্টেশনের নাম ইতিমধ্যেই পাঠানো হয়েছে। খিদিরপুর এলাকার একটা জমি জট রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সেটা দ্রুত সমস্যা সমাধান করে কাজ শুরু হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 11:56 PM IST