অচল Kolkata Metro App, অনলাইনে টিকিট কাটতে গিয়ে নাজেহাল যাত্রীরা! টিকিট কাউন্টারে লম্বা লাইন
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
মেট্রোর টিকিট কাটতেই এবার সমস্যায় পড়ছেন যাত্রীরা। আর তার ফলেই, সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত দিনেই হয়রানির শিকার হচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ।
কলকাতা: কলকাতা মেট্রোর ব্লু (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) লাইনে যেন সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না। প্রায়শই কখনও রেক সমস্যা বা আত্মহত্যার মতন ঘটনায় থমকে যায় মেট্রো পরিষেবা। কিন্তু, এবারে দেখা দিল নতুন এক সমস্যা। মেট্রোর টিকিট কাটতেই এবার সমস্যায় পড়ছেন যাত্রীরা। আর তার ফলেই, সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত দিনেই হয়রানির শিকার হচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ।
গত ২ দিন ধরেই অনেক সময়েই মেট্রোর অনলাইন টিকিটের অ্যাপ কাজ করছে না। কিন্তু, সপ্তাহান্তে ক্রিসমাসের পরের দিনই শনি এবং রবিবারে মেট্রোয় তেমন যাত্রী হয়নি ফলে, যাত্রী হয়রানির চিত্র সামনে আসেনি। কিন্তু, ২০২৫ সালের শেষ সোমবারে মেট্রোর টিকিট কাটতে গিয়ে কার্যত নাজেহাল হতে হল যাত্রীদের। টিকিট কাউন্টারের লম্বা লাইনের ঝক্কি এড়াতে অফিস টাইমে অনেকেই অনলাইনে টিকিট কেটে মেট্রোয় ওঠেন। কিন্তু, সেই টিকিট কাটতে গিয়েই বিপাকে পড়েন বহু মানুষ।
advertisement
আরও পড়ুন: বহুতল-আবাসনেই কি হবে ভোটকেন্দ্র?মঙ্গলবার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক কমিশনের
জানা গিয়েছে, একাধিক মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড় দেখা যায়। দমদম, এসপ্ল্যানেড, কালীঘাট-সহ একাধিক মেট্রো স্টেশনে সপ্তাহের প্রথম দিনে ভিড় উপচে পড়ে টিকিট কাটার লাইনে।
advertisement
এই প্রসঙ্গে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, সার্ভার সমস্যার জন্য অনলাইনে টিকিট কাটা সম্ভব হচ্ছে না। ‘ক্রিস’ যে সংস্থা এই গোটা বিষয়টি দেখে তারা ইতিমধ্যেই সার্ভার আপগ্রেডেশনের কাজ শুরু করে দিয়েছে। কিন্তু, কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে সেই সদুত্তর মেট্রো কর্তৃপক্ষও দিতে পারেননি।
advertisement
তাঁদের তরফ থেকে যাত্রীদের এই সমস্যার জন্য দুঃখপ্রকাশও করা হয়। এই বিষয়ে যে তারা তৎপরতার সঙ্গে কাজ করছে তাও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 6:05 PM IST








