আজ সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়
Last Updated:
সোমবার মে দিবসের দিনও সন্ধ্যায় কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
#কলকাতা: রবিবার বিকেলে আচমকা ঝড় এবং তারপর বৃষ্টি খানিকটা স্বস্তি দিয়েছিল শহরবাসীকে ৷ আজ, সোমবার মে দিবসের দিনও সন্ধ্যায় কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টি হতে পারে দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতেও ৷
বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, মালদহ ও দুই দিনাজপুরেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারেও ৷ পূর্ব বিহারে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ, সোমবার ৷ দক্ষিণ ও ও দক্ষিণ-পূর্ব দিক থেকে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প ৷ তার জেরেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2017 10:24 AM IST