অন্তঃসত্ত্বা স্ত্রী’কে বারবার ধর্ষণ, গ্রেফতার কলকাতার যুবক
Last Updated:
বাপের বাড়ি থেকে পণ নিয়ে আসার জন্যও চাপ দিতেন শ্বশুরবাড়ির লোকজন ৷
#কলকাতা: অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী ৷ কলকাতার সিঁথি এলাকা থেকে এদিন গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ স্ত্রীর অভিযোগ, তাঁর ইচ্ছার বিরুদ্ধে বারবার যৌন সঙ্গমে লিপ্ত হতেন স্বামী ৷ এর ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ৷ তারপরেও জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন স্বামী ৷
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বিয়ে হয়েছে ওই দম্পতির ৷ কিন্তু বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে অশান্তি লেগেই থাকত নববধূর মেয়েটির পরিবারের দাবি, বিয়ের আগে তাঁদের বলা হয়েছিল হবু জামাই বেসরকারি ব্যাঙ্কের সিনিয়র অফিসার ৷ কিন্তু বিয়ের পর দেখা যায়, ছোট একটি প্রাইভেট ফার্মের সাধারণ কর্মী সে ৷ নিগৃহীতা পুলিশকে জানান, বিয়ের কিছুদিন পর সেই চাকরিও ছেড়ে দেন তাঁর স্বামী ৷ অত্যাচারের মাত্রাও দিন দিন বাড়তে থাকে ৷ বাপের বাড়ি থেকে পণ নিয়ে আসার জন্যও চাপ দিতেন শ্বশুরবাড়ির লোকজন ৷
advertisement
এরপরেই আইনি সাহায্য নেওয়ার কথা ভাবেন ওই গৃহবধূ ৷ বৈবাহিক ধর্ষণের অভিযোগে এরপরেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বরাহনগর থানার পুলিশ ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2018 3:56 PM IST