Kolkata: ময়দানে সাতসকালে কী পড়ে আছে ওটা! সামনে যেতেই 'লাশ'! ভয়ঙ্কর ঘটনা কলকাতায়
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata: প্রাথমিকভাবে ভবঘুরে মনে হলেও আনুমানিক ৫০ বছর বয়সের পুরুষের মৃতদেহটি কার? তদন্ত করছে পুলিশ।
কলকাতা: কলকাতা ময়দানে দেহ উদ্ধার। ডাফরিন রোডে পরিবহন দফতরের ময়দান টেন্টের ফুটপাতে এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। সকাল সাড়ে আটটা নাগাদ ময়দান থানার পুলিশ মৃতদেহটি নিয়ে যায়। প্রাথমিকভাবে ভবঘুরে মনে হলেও আনুমানিক ৫০ বছর বয়সের পুরুষের মৃতদেহটি কার? তদন্ত করছে পুলিশ।
প্রসঙ্গত, গত মে মাসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পাশে এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করেছিল ময়দান থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার দেহে পচন ধরে গিয়েছিল। পাশাপাশি দেহের কিছু অংশ পুড়েও গিয়েছিল। পুলিশ জানতে পারে, দিন দুয়েক আগেই ওই মহিলার মৃত্যু হয়েছিল। লাশ ফেলে যাওয়া হয়েছিল ময়দানে।
advertisement
কিছুদিন পরপর ময়দান চত্ত্বর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই ব্যক্তি কে, তা জানা সম্ভব হলে এই মৃত্যুরহস্যের কিনাড়া করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 15, 2024 9:08 AM IST







