ইডেনের পিচে ঘাস দেখে অবাক নাইটরা

Last Updated:

ইডেনের বাইশ গজের চরিত্রের বদল ঘটেছে সম্প্রতি। আগের মতো আর স্লো টার্নার নেই, পিচে এখন রয়েছে বাড়তি গতি এবং বাউন্স।

#কলকাতা:  ইডেনের পিচে ঘাস থাকলেও স্লো টার্নারই হয় বরাবর ৷ পিচে বিশেষ বাউন্স বা বোলারদের জন্য প্রচণ্ড গতি কখনই সেভাবে দেখা যায়নি ৷ অন্তত আইপিএলে তো একেবারেই নয় ৷ এপ্রিল-মে-র গরমে পিচ ভাঙারও সম্ভাবনা অনেক বেশি থাকে ৷ তাই দশম আইপিএলে ইডেনে প্রথম বল পড়ার আগে পিচের চরিত্র কেমন হতে পারে, তাই নিয়েই চলছে এখন ঘোর জল্পনা ৷
ইডেনের বাইশ গজের চরিত্রের বদল ঘটেছে সম্প্রতি। আগের মতো আর স্লো টার্নার নেই, পিচে এখন রয়েছে বাড়তি গতি এবং বাউন্স। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও এই উইকেট থেকে ভালমতোই সাহায্য পেয়েছেন ৷ আইপিএলেও তার অন্যথা হবে না বলেই আশ্বাস দিয়েছেন পিচ কিউরেটর ৷ এই উইকেটে পেসারদের পাশাপাশি স্পিনাররাও সাহায্য পাবেন ৷ পাশাপাশি ব্যাটসম্যানরা পাবেন রানও ৷ এমনটাই দাবি ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের ৷
advertisement
তবে ইডেনের পিচে ঘাস দেখে মোটেই স্বস্তিতে নেই কেকেআর শিবির ৷ ওয়াংখেড়েতে মুম্বই ম্যাচ হারার পর এখন ইডেনে কিংস ইলেভেন ম্যাচ জিততে মরিয়া গম্ভীর শিবির ৷ ম্যাচের ২৪ ঘণ্টা আগে মাঠের ২২ গজ মোটেই সন্তুষ্ট করেনি নাইট রাইডার্সকে ৷ কেকেআর-এর পক্ষ থেকে ইডেনের পিচ কিউরেটরকে ঘাস ছাঁটারও আর্জি জানানো হয়েছে ৷ কেকেআর সিইও বেঙ্কি মাইসোরকে দীর্ঘক্ষণ কথাও বলতে দেখা যায় সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ৷পরে অবশ্য বেঙ্কি দাবি করেছেন সৌরভের সঙ্গে তাঁর পিচ নিয়ে নাকি কোনও কথাই হয়নি ৷ তবে ঘাস যে বেগুনি শিবিরকে কিছুটা চিন্তায় রাখছে, তা তাঁদের শরীরি ভাষাতেই পরিষ্কার ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ইডেনের পিচে ঘাস দেখে অবাক নাইটরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement