ইডেনের পিচে ঘাস দেখে অবাক নাইটরা

Last Updated:

ইডেনের বাইশ গজের চরিত্রের বদল ঘটেছে সম্প্রতি। আগের মতো আর স্লো টার্নার নেই, পিচে এখন রয়েছে বাড়তি গতি এবং বাউন্স।

#কলকাতা:  ইডেনের পিচে ঘাস থাকলেও স্লো টার্নারই হয় বরাবর ৷ পিচে বিশেষ বাউন্স বা বোলারদের জন্য প্রচণ্ড গতি কখনই সেভাবে দেখা যায়নি ৷ অন্তত আইপিএলে তো একেবারেই নয় ৷ এপ্রিল-মে-র গরমে পিচ ভাঙারও সম্ভাবনা অনেক বেশি থাকে ৷ তাই দশম আইপিএলে ইডেনে প্রথম বল পড়ার আগে পিচের চরিত্র কেমন হতে পারে, তাই নিয়েই চলছে এখন ঘোর জল্পনা ৷
ইডেনের বাইশ গজের চরিত্রের বদল ঘটেছে সম্প্রতি। আগের মতো আর স্লো টার্নার নেই, পিচে এখন রয়েছে বাড়তি গতি এবং বাউন্স। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও এই উইকেট থেকে ভালমতোই সাহায্য পেয়েছেন ৷ আইপিএলেও তার অন্যথা হবে না বলেই আশ্বাস দিয়েছেন পিচ কিউরেটর ৷ এই উইকেটে পেসারদের পাশাপাশি স্পিনাররাও সাহায্য পাবেন ৷ পাশাপাশি ব্যাটসম্যানরা পাবেন রানও ৷ এমনটাই দাবি ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের ৷
advertisement
তবে ইডেনের পিচে ঘাস দেখে মোটেই স্বস্তিতে নেই কেকেআর শিবির ৷ ওয়াংখেড়েতে মুম্বই ম্যাচ হারার পর এখন ইডেনে কিংস ইলেভেন ম্যাচ জিততে মরিয়া গম্ভীর শিবির ৷ ম্যাচের ২৪ ঘণ্টা আগে মাঠের ২২ গজ মোটেই সন্তুষ্ট করেনি নাইট রাইডার্সকে ৷ কেকেআর-এর পক্ষ থেকে ইডেনের পিচ কিউরেটরকে ঘাস ছাঁটারও আর্জি জানানো হয়েছে ৷ কেকেআর সিইও বেঙ্কি মাইসোরকে দীর্ঘক্ষণ কথাও বলতে দেখা যায় সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ৷পরে অবশ্য বেঙ্কি দাবি করেছেন সৌরভের সঙ্গে তাঁর পিচ নিয়ে নাকি কোনও কথাই হয়নি ৷ তবে ঘাস যে বেগুনি শিবিরকে কিছুটা চিন্তায় রাখছে, তা তাঁদের শরীরি ভাষাতেই পরিষ্কার ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
ইডেনের পিচে ঘাস দেখে অবাক নাইটরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement