সিত্রাংয়ের জেরে বন্ধ কলকাতা-হাওড়া ফেরি পরিষেবা, আর কোন কোন ফেরি বন্ধ থাকছে? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ডায়মন্ডহারবার-কুকড়াহাটি ফেরি সার্ভিস বন্ধের সিদ্ধান্ত-ও নেওয়া হয়েছে। হলদিয়া টাউনশিপেও বন্ধ করা হয়েছে ফেরি সার্ভিস।
#কলকাতা: সিত্রাংয়ের জেরে গঙ্গায় বাড়ল জলস্তর, সোম-মঙ্গলবার বন্ধ থাকবে কলকাতা-হাওড়া ফেরি পরিষেবা। বাবুঘাট, প্রিন্সেপঘাট, মিলেনিয়াম ঘাটে বন্ধ পরিষেবা। পাশাপাশি বন্ধ সুন্দরবন ও সাগরের সমস্ত ফেরি পরিষেবা। ডায়মন্ডহারবার-কুকড়াহাটি ফেরি সার্ভিস বন্ধের সিদ্ধান্ত-ও নেওয়া হয়েছে। হলদিয়া টাউনশিপেও বন্ধ করা হয়েছে ফেরি সার্ভিস।
সিত্রাংয়ে বড় দুর্যোগ নয় কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানাল, ২৫ অক্টোবর সকাল পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সিত্রাং-এর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়াতেও মাঝারি বৃষ্টি।আজ-কাল দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি। দুই ২৪ পরগনার উপকূলে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। পূর্ব মেদিনীপুরেও ঝোড়ো হাওয়া বইবে। দুই ২৪ পরগনার উপকূলে জলোচ্ছাস বাড়বে। উত্তর ২৪ পরগনা উপকূলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনায় কাঁচা বাড়ি-শস্যের ক্ষতির সম্ভাবনা। গোসাবা, হিঙ্গলগঞ্জে বেশি ক্ষতির আশঙ্কা হাওয়া অফিসের।
advertisement
বেশি ক্ষতির আশঙ্কা কুমিরমারি, গোবর্ধনপুর জি প্লটেও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2022 7:18 PM IST