নির্বাচনী প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ নয়: হাইকোর্ট
Last Updated:
কংগ্রেস এবং বিজেপির মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ নির্বাচনী প্রক্রিয়ায় আর কোনওরকম হস্তক্ষেপ নয় ৷
#কলকাতা: কংগ্রেস এবং বিজেপির মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ নির্বাচনী প্রক্রিয়ায় আর কোনওরকম হস্তক্ষেপ নয় ৷ একথা এদিন স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ৷ নির্দেশ ছাড়াই মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট ৷ তাই পঞ্চায়েত ভোটযুদ্ধে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সংঘর্ষের অভিযোগ নিয়ে যে মামলা দায়ের করেছিল বিজেপি ৷ তাতে সমস্যার সমাধান হল না ৷ হাইকোর্ট এদিন জানিয়ে দিয়েছে, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না ৷
আদালতের নির্দেশে আরও একদিন বাড়ানো হয়েছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন ৷ কিন্তু সংঘর্ষের অভিযোগ এনে ফের আদালতের দ্বারস্থ হয় বিজেপি ৷ গতকাল সকাল ১১টা থেকে বিকেল ৩টে অবধি মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছিল ৷ কিন্তু সকাল ১০,৩০ টাতেই সংঘর্ষের অভিযোগ এনে আদালতে মামলা করে বিজেপি ৷ এতে পঞ্চায়েত মামলার ভবিষ্যত আবারও প্রশ্নের মুখে পড়ে যায় ৷ কিন্তু বিরোধী দলগুলি অর্থাৎ সিপিএম, পিডিএস এবং কংগ্রেস দলের সমস্ত মামলা খারিজ করে হাইকোর্ট জানিয়ে দেয়, নির্বাচনী প্রক্রিয়ায় আর কোনও হস্তক্ষেপ নয় ৷ তার জেরে পঞ্চায়েত জট অনেকটাই কাটছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
advertisement
সূত্রের খবর, ইতিমধ্যেই নবান্নে গিয়ে পৌছেছেন পঞ্চায়েত সচিব সৌরভ দাস ৷ আজই বিকেলে রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হতে চলেছে ৷ সম্ভবত আজই পঞ্চায়েত নির্বাচনের দিন স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2018 1:52 PM IST