OBC জটে আটকে গেল জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ...কড়া নির্দেশ হাইকোর্টের, এরপর যা করতে চলেছে রাজ্য
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
সূত্রের খবর, ২১ মে-র বিচারবিভাগীয় নির্দেশ পালন করেনি, অভিযোগ তুলে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করে কলকাতা হাইকোর্ট। যতক্ষণ না ডিভিশন বেঞ্চ এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ততক্ষণ ফলাফল ঘোষণা করা যাবে না, কাউন্সেলিংও শুরু করা যাবে না, এমনই নির্দেশ।
কলকাতা: ওবিসি জটে আটকে গেল পশ্চিমবঙ্গ জয়েন্টের ফলপ্রকাশ৷ আপাতত, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সহ ১০ পরীক্ষার ফলপ্রকাশ অনিশ্চিত৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের মন্তব্য, ‘‘নতুন OBC তালিকা মেনে ১০ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা যাবে না। মেধাতালিকা প্রকাশ করতে হলে ২০১০ আগের ৬৬ ওবিসি শংসাপত্রকে মান্যতা দিয়ে তালিকা প্রকাশ করতে হবে৷’’ স্বতঃপ্রণোদিত মামলায় পর্যবেক্ষণ বিচারপতির৷ কিছুদিন আগে বিচারপতি কৌশিক চন্দের কাছে নথি আসে OBC নতুন তালিকা ঘিরে। তার ভিত্তিতেই স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করে আদালত।
advertisement
আদালতে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি কৌশিক চন্দ প্রশ্ন তুলেছেন, ৬ দিনে OBC সার্টিফিকেট প্রদান কীভাবে! আবেদন। যাচাই। সার্টিফিকেট প্রদান ৬ দিনে? কীভাবে সম্ভব!’ রাজ্য আদালতে জানায়, ১৯৯৩ সালের আইন অনুযায়ী পুরোনো নিয়মেই অনলাইনে আবেদন নিয়মে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। ১ আগস্ট থেকে ৬ অগাস্ট ৯৯৯ নতুন OBC certificate প্রদান হয়েছে৷ ১৫২ সার্টিফিকেট ১৭ জুন ২০২৫ আগে পর্যন্ত ইস্যু হয়েছে। নতুন তালিকা মেনে মোট ১১৫১, OBC A এবং B সার্টিফিকেট প্রদান হয়েছে। সূত্রের খবর, ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য৷
advertisement
advertisement
জয়েন্টের ফলপ্রকাশ ইতিমধ্যে তিন মাসেরও বেশি পিছিয়ে গিয়েছে। মূলত, আইনি জটিলতার কারণেই এই বারেও বারে পিছিয়ে যাওয়া। তবে সুপ্রিম কোর্ট সম্প্রতি কলকাতা হাইকোর্টের আগের একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল, যার ফলে ফলাফল প্রকাশের পথ কিছুটা হলেও পরিষ্কার হয়েছিল। তবে ফের আদালত অবমাননার মামলা সামনে এসেছে, যা আবার ফলপ্রকাশের প্রক্রিয়া থমকে দিয়েছে।
advertisement
সূত্রের খবর, ২১ মে-র বিচারবিভাগীয় নির্দেশ পালন করেনি, অভিযোগ তুলে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করে কলকাতা হাইকোর্ট। যতক্ষণ না ডিভিশন বেঞ্চ এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ততক্ষণ ফলাফল ঘোষণা করা যাবে না, কাউন্সেলিংও শুরু করা যাবে না, এমনই নির্দেশ।
advertisement
WBJEEB চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ৭ অগাস্ট ফলাফল প্রকাশ্যে আসবে। প্রার্থীদের ৩১ জুলাই থেকে ২ অগাস্টের মধ্যে পোর্টালে তাদের জাতিগত শংসাপত্রের বিশদ আপলোড করতে হবে। তারপরই চূড়ান্ত ফলপ্রকাশ করবে বোর্ড। WBJEE 2025 পরীক্ষা 27 এপ্রিল দুটি সেশনে অনুষ্ঠিত হয়েছিল। শিক্ষার্থীদের ফলাফল এবং কাউন্সেলিং সম্পর্কিত সর্বশেষ আপডেটের জন্য wbjeeb.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 07, 2025 1:23 PM IST